ক্রীড়া ডেস্ক

  ২১ সেপ্টেম্বর, ২০২৩

বার্সা এখন সেরাস্তরে আছে দাবি জাভির

মৌসুমের শুরুতে সংগ্রাম করলেও সাম্প্রতিক সময়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। টানা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে ৫টি করে গোল। দুই ম্যাচেই প্রায় এক তরফা দাপুটে ফুটবল খেলেছে তারা। তাতে দারুণ খুশি কাতালান কোচ জাভি হার্নান্দেজ। তার অধীনে এখনই দলটি সেরাস্তরে রয়েছে বলে জানান এই স্প্যানিশ কোচ। মঙ্গলবার রাতে নিজেদের মাঠ লুইস কম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে প্রথমবারের মতো ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে খেলতে আসা রয়্যাল অ্যান্টওয়ার্পকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়েছে জাভির শিষ্যরা।

এদিকে ফুটবল ম্যাচে গোলরক্ষকের কাজ গোলপোস্ট সামলানো। কিন্তু তারাও যে ম্যাচের নায়ক হয়ে উঠতে পারেন, সেটা আরেকবার দেখালেন লাৎসিওর গোলরক্ষক ইভান প্রোভেদেল। তার গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাৎসিও। ম্যাচে সমানে সমান লড়াই করে যাচ্ছিল লাৎসিও। কিন্তু প্রথমার্ধে একটা গোল হজম করতে হয় তাদের। পাবলো বারিওসের গোলে পিছিয়ে পড়েছিল ইতালিয়ান ক্লাবটি। ম্যাচের দ্বিতীয়ার্ধেও আর সমতায় ফেরাতে পারেনি তারা। ভাগ্য ফেরে ম্যাচের যোগ করা সময়ের ৯৫ মিনিটের মাথায়।

কাতালানদের হয়ে জোড়া গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। একটি করে গোল রবার্ত লেভানদোভস্কি ও গাভি। অপর গোলটি আত্মঘাতী। এর আগে গত শনিবার লা লিগার ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষেও একই ব্যবধানে জয় পায় বার্সেলোনা। দলের এমন পারফরম্যান্সের পর কোচ জাভি বলেন, ‘শুধু ফলাফলের জন্যই নয়, খেলার জন্যও আমি খুব খুশি ও সন্তুষ্ট। কোচ হিসাবে এখনই সেরাস্তরে আমার দল। অ্যান্টওয়ার্পের বিপক্ষে এবং বেতিসের বিপক্ষে শনিবারের ম্যাচে।’ মূলত খেলার ধরণ মন কেড়েছে বার্সা কোচের। এমন দাপুটে ফুটবলই তাদের জন্য সঠিক পথ বলে জানান এই কোচ, ‘এটাই উপায়। ধৈর্যের সঙ্গে খেলা, এভাবে হাই প্রেস করতে এবং প্রতিপক্ষকে ভেতরে ঢুকতে এবং সুযোগ তৈরি না করতে দেখা। আমরা হয়তো ১-০ ব্যবধানে ম্যাচ জিতব, কিন্তু এই খেলার পদ্ধতিটিই আমরা সবাই চাই।’

আগের দিন দুর্দান্ত ফুটবল খেলেছেন অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ধারে আসা জোয়াও ফেলিক্স। জোড়া গোল করার পাশাপাশি একটি গোলও করিয়েছেন এই পর্তুগিজ তারকা। দারুণ খেলেছেন ম্যানচেস্টার সিটি থেকে আসা দুই ফুটবলার জোয়াও ক্যানসেলো ও ইকাই গুন্দোগানও। তাতে প্রতিপক্ষ তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। এই খেলোয়াড়দের প্রশংসা করে জাভি আরো বলেন, ‘তারা দুজনেই ম্যানচেস্টার সিটিতে এমন একজন কোচের সঙ্গে কাজ করে এসেছেন যিনি আমাদের পছন্দ মতো খেলেন এবং তাদের কিছু বলার দরকার নেই। তারা জানে তাদের কী করতে হবে। তারা দলকে আরো উন্নত করেছে, যেমনটা জোয়াও ফেলিক্স করেছে। তারা নিজেদের উপভোগ করছে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল লেভানদোভস্কির সঙ্গে তাদের সংযোগ। বিশেষকরে ফেলিক্সের। কিন্তু অল্প সময়েই বার্সাতে এই খেলোয়াড়রা দারুণভাবে মানিয়ে নিয়ে লেভার সঙ্গে দারুণ জুটি গড়ে তুলেছেন। তাতে আরো খুশি এই কোচ, ‘আমি তাকে (ফেলিক্স) বলেছি যে সে যত সহজভাবে খেলবে, তত বেশি গোল করবে। তারমধ্যে কাজ করার নম্রতা এবং খেলা বোঝার বুদ্ধিমত্তা রয়েছে। আর লেভানদোভস্কির সঙ্গে সংযোগ? ভালোরা সবসময় একে অপরকে বোঝে।’ এমন জয়ের পরও অবশ্য বেশি উচ্ছ্বসিত হতে চান না জাভি। গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে শুরু করেও ছিটকে যেতে হয়েছিল গ্রুপ পর্ব থেকেই। তাই ধারাবাহিকতা ধরে রাখাই মূল লক্ষ্য বলে জানান তিনি, ‘গত বছর আমরা প্রথম খেলার পরে একই পরিস্থিতিতে ছিলাম এবং তারপরে যা ঘটেছিল। এখন আমাদের পোর্তোতে সবচেয়ে জটিল ম্যাচ হয়েছে, আমরা শেষ ষোলোতে যেতে চাই এবং যদি গ্রুপে প্রথম হই তবে আরো ভালো।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close