ক্রীড়া ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০২৩

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

নেইমারের বিবর্ণ অভিষেক

দলকে জেতাতে পারেননি, নিজেও পাননি গোল। উল্টো হলুদ কার্ড দেখতে হয়েছে ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল হিলালের হয়ে অভিষেকের রাতটা এমন তিক্ত কেটেছে তার। সোমবার নিজেদের মাঠে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর বিপক্ষে পিছিয়ে থেকে ১-১ গোলে ড্র করে আল হিলাল। এদিন প্রতিপক্ষ এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কাধাক্কি করেন হলুদ কার্ড দেখেন নেইমার। রেফারির সঙ্গেও জড়ান বিবাদে।

গত মাসের শুরুর দিকে মোটা অঙ্কের অর্থ খরচ করে পিএসজি থেকে নেইমার জুনিয়রকে ছুটিয়ে আনে আল হিলাল। চুক্তির পর নির্ধারিত সময়ের মধ্যেই আল হিলালের ক্যাম্পে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা। যদিও অ্যাঙ্কেলের চোটের কারণে নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে পারছিলেন না নেইমার। অবশেষে গত ১৬ সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে সৌদি আরব প্রো লিগের ম্যাচ দিয়ে আল হিলালের জার্সিতে অভিষেক হয় নেইমারের। সে ম্যাচে বদলি হিসেবে ৬৪ মিনিটে মাঠে নামেন সাবেক পিএসজি তারকা। এবার নাভাহোরের বিপক্ষে খেলতে নেমেছিলেন দ্বিতীয় ম্যাচ।

দুটি কারণে এ ম্যাচটিও নেইমারের জন্য আল হিলালের জার্সিতে অভিষেক ছিল। এদিন প্রথমবারের মতো মরুর দেশের ক্লাবটির হয়ে শুরুর একাদশে মাঠে নামেন। সেই সঙ্গে প্রথমবারের মতো এশিয়ান ক্লাব সেরার আসর বা এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলতে নামেন সময়ের অন্যতম সেরা ফরওয়ার্ডদের একজন।

কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। বিরতি থেকে ফেরার সাত মিনিট পর নাভাহোরকে এগিয়ে নেন তমা টাবাতাজে। ৬০ মিনিটে অসদাচরণের জন্য নেইমারকে হলুদ কার্ড দেখানে রেফারি। একে তো দলের পিছিয়ে থাকা, তার ওপর হলুদ কার্ড দেখা। সব মিলিয়ে দিনটা নেইমারের জন্য আরো বাজে হতে পারত। সেটা হতে দেননি আলি আল বুলায়হি। অতিরিক্ত সময়ের ১০ মিনিটে সতীর্থ মাইকেলের সহায়তায় জালে বল জড়ান বুলায়হি। তাতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল। দুনিয়ার যে প্রান্তেই যাবেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তের অভাব হওয়ার কথা না। ক্যারিয়ারের পড়তি বেলায় থাকলেও ইরানে গিয়েও দেখলেন বিপুল মানুষের উচ্ছ্বাস। রোনালদোকে এক নজর দেখতে বিমানবন্দরের বাইরে ভিড় করেছিলেন হাজারো মানুষ।

এদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব পার্সিপোলিসের বিপক্ষে ম্যাচ খেলতে দেশটিতে গেছে সৌদি ক্লাব আল নাসের। রোনালদোর জন্য পুরো রাস্তা ভরপুর হয়ে যায় জনতায়। তারা রোনালদোর ছবি ও স্বাগত লেখা প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন। চ্যাম্পিয়ন্স লিগে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হয়। ইরানের ক্লাবকেও অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে হবে সৌদি আরবে। ২০১৬ সালের পর দুই দেশের রাজনৈতিক বৈরিতায় নিরপেক্ষ ভেন্যুতে খেলা হয়ে আসছিল। এবার সেই ধারা বদলে গেছে। তাতেই রোনালদোকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন ইরানের মানুষরা। শিশু, নারী-পুরুষ সবাই রোনালদোর নামে চিৎকার করতে থাকলে নিরাপত্তাকর্মীদেরও বেগ পেতে হয়। ইরানে রোনালদোকে বরণ করে নিতে বিশেষ গালিচারও ব্যবস্থা করা হয়েছিল। তাদের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘জনাব ক্রিশ্চিয়ানো রোনালদো, ইরানে স্বাগতম। প্রশংসার স্মারক হিসেবে আপনার জন্য পার্সেপোলিসের ভক্তদের পক্ষ থেকে হাতে তৈরি শিল্পকর্ম গালিচা রইলো।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close