ক্রীড়া ডেস্ক
জার্গেনসেনের চোখে বাংলাদেশ ‘কঠিন প্রতিপক্ষ’
বাংলাদেশের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলতে দুভাগে ভাগ হয়ে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এই দলে নেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। মূলত আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে চোট থেকে নিজেদের দূরে রাখতে দ্বিতীয় সারির দল নিয়ে টাইগারদের ঢেরায় পা রেখেছে ব্ল্যাক ক্যাপসরা।
ক্রিকেটারদের মতো কোচিং প্যানেলের নিয়মিত মুখদেরকেও বাংলাদেশ সফরে পাচ্ছে না নিউজল্যান্ড। গ্যারি স্টিড না থাকায় অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন লুক রঞ্চি। সফরকারীদের কোচিং প্যানেলে আছেন আরো একজন। তিনি শেন জার্গেনসেন। কিউইদের পেস বোলিং কোচের দায়িত্বে আছেন তিনি। বাংলাদেশে আসার পর গতকাল ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে হাজির হন জার্গেনসেন। সদা হাস্যেজ্জল, মিশুক প্রকৃতির এই মানুষটাকে চিনতে কোনো সময়ই লাগেনি সাংবাদিকদের। কারণটা খুবই সহজ। ২০১৩-১৪ সালে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন সাবেক এই অজি ক্রিকেটার।
সে সময় বাংলাদেশ দলের অবস্থা এখনকার মতো ছিল না। কালের পরিক্রমায় লাল-সবুজের ক্রিকেট এখন অনেকদূর এগিয়েছে। এখন যেকোনো দলের বিপক্ষে জেতার সামর্থ্য আছে। বাংলাদেশ দলের সঙ্গে অনেক আগেই সম্পর্ক শেষ হলেও এসব বেশ ভালোভাবেই জানেন জার্গেনসেন। আর জানেন বলেই আসন্ন সিরিজটা নিজেদের জন্য কেমন হবে সেটা মনে করিয়ে দিলেন সাবেক টাইগার কোচ।
সাক্ষাৎকারে জার্গেনসেন বলেন, ‘বেশ কয়েক বছর পর বাংলাদেশে এসেছি। এখানে পরিচিত মুখগুলো দেখে ভালো লাগছে। আমি যখন বাংলাদেশ দলে ছিলাম তখন অনেকেই আমাদের সাহায্য করত। এখানে ফিরে ভালো লাগছে।’ ‘বাংলাদেশের হয়ে আমার কিছু অল্প ব্যবধানে হারের কথা মনে আছে। আমাদের অনেক টুর্নামেন্ট হতাশা নিয়ে শেষ হয়েছে। সেই সঙ্গে ভালো কিছু জয়ও ছিল। তারা ক্রিকেটকে ভালোবাসে। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ হবে।’
"