ক্রীড়া প্রতিবেদক

  ২০ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশের দায়িত্ব সামলাবেন পোথাস

নিউজিল্যান্ড সিরিজের পর ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ। তিন ম্যাচের এ সিরিজেও চলবে পরীক্ষা-নিরীক্ষা। নিয়মিত একাধিক ক্রিকেটারকে রাখা হয়েছে বিশ্রামে। দলে ডাকা হয়েছে বাইরে থাকা একাধিক পরীক্ষিত পারফরমারদের। তাদেরও সুযোগ রয়েছে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে যাওয়ার। তবে দল গঠনের এই প্রক্রিয়াতে সরাসরি অংশগ্রহণ করতে পারছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়া থেকে পর্যবেক্ষণ করবেন শিষ্যদের খেলা। আগামীকাল ২১ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

পারিবারিক কারণে হাথুরুসিংহে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে থাকতে পারছেন না। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন ব্যাটিং কোচ নিক পোথাস। এশিয়া কাপের পর হাথুরুসিংহে ফিরে যান অস্ট্রেলিয়াতে। ২৬ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার বলেছেন, ‘তার (হাথুরুসিংহের) স্ত্রীর একটা বড় সার্জারি আছে। হাথুরুসিংহে দুইটা ওয়ানডেতে থাকবে না। যেহেতু তার স্ত্রীর সার্জারি আছে, ২৫ তারিখে আসবে। ২৬ তারিখ দলে যোগ দেবে। এই সময়ে আমরা নিক পোথাসকে নিয়োগ দিয়েছি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরদিনই বিশ্বকাপ খেলতে উড়াল দেবে বাংলাদেশ। এর আগেভাগেই দল ঘোষণা করবে বিসিবি। বিশ্বকাপের জন্য বাংলাদেশ নিয়মিত ক্রিকেটারদের বিশ্রামে রেখেছে। অধিনায়ক সাকিব আল হাসানের পরিবর্তে নেতৃত্ব দেবেন লিটন দাস। সাকিবের সঙ্গে বিশ্রামে গেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। এশিয়া কাপের মাঝপথে দেশে ফেরা নাজমুল হোসেন শান্তকেও রাখা হয়নি প্রথম দুই ওয়ানডেতে। তবে দলে ফেরানো হয়েছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, কাজী নুরুল হাসান সোহান ও জাকির হাসানকে। প্রথমবার সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন ও খালেদ আহমেদ।

এদিকে এশিয়া কাপ শুরুর আগে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের ৭ নম্বরে অবস্থান করছিল বাংলাদেশ। আসরের মাঝপথে আটে নামলেও সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারানোয় টাইগাররা আবারও ৭ নম্বরে ওঠে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে লাল-সবুজের দলের সামনে থাকছে র?্যাংকিংয়ে উন্নতির সুযোগ। ৩৩ ম্যাচে বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯৪। র‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে থাকা কিউইদের রেটিং পয়েন্ট ঠিক ১০০। আসন্ন সিরিজে অতিথিদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা ওয়ানডেতে ষষ্ঠ স্থানে উঠবে।

প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলে টাইগারদের পাঁচ রেটিং পয়েন্ট বেড়ে হবে মোট ৯৯, নিউজিল্যান্ডের তা কমে গিয়ে দাঁড়াবে ৯৬। বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে রেটিং পয়েন্ট হবে ৯৬। তখন ব্ল্যাকক্যাপসদের রেটিং পয়েন্ট দাঁড়াবে ৯৮। সেক্ষেত্রে স্বাগতিকদের র‍্যাংকিংয়ে অবস্থানগত পরিবর্তন আসবে না। টাইগাররা ২-১ ব্যবধানে হারলে তাদের রেটিং পয়েন্ট কমে হবে ৯৩। কিউইদের তখন রেটিং পয়েন্ট হবে ১০১। স্বাগতিকরা হোয়াইটওয়াশ হলে আবারও আটে নেমে যাবে। তখন সাত নম্বরে উঠবে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সবকটিতে হারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯১ এবং নিউজিল্যান্ডের ১০৪।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close