ক্রীড়া ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর, ২০২৩

বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। যদিও শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ফল নিয়ে মাঠ ছাড়তে হয়নি লা কাসা ব্লাঙ্কাদের। ১৫ মিনিটের ভেল্কিতে দ্বিতীয় সারির দলটির বিপক্ষে তুলে নিয়েছে ২-১ গোলের দারুণ এক জয়। সেইসঙ্গে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

আগের দিন রিয়াল বেটিসকে ৫-০ ব্যবধানে উড়িয়ে সাময়িক সময়ের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে আরোহণ করেছিল বার্সেলোনা। জয়ের ধারা অব্যাহত রেখে ২৪ ঘণ্টার মধ্যেই হারানো শীর্ষস্থান দখলে নিল কাতালানদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এ নিয়ে চলমান লিগে শতভাগ জয় পেল রিয়াল মাদ্রিদ। টানা পাঁচ জয় তুলে নেওয়া কার্লো আনচেলত্তির দলের সংগ্রহ ১৫ পয়েন্ট। অন্যদিকে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে বার্সেলোনা। ৪ জয়ের পাশাপাশি একটি ড্র করেছে ব্লু-গ্রানাররা।

ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে সোসিয়েদাদের বিপক্ষে পঞ্চম মিনিটেই গোল হজম করে রিয়াল মাদ্রিদ। স্বাগতিক গোলরক্ষক কেপা আরিজাবালাগার দুইবারের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে জালে বল জড়ান আন্দ্রে বারেনেটেক্সা। পিছিয়ে পড়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে রিয়াল মাদ্রিদ। কাঙ্ক্ষিত গোল না পাওয়ায় পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। বিরতি থেকে ফেরার পরের মিনিটেই ম্যাচে ফেরে রিয়াল। ফ্রান গার্সিয়ার অ্যাসিস্ট থেকে লক্ষ্যভেদ করেন উরুগুয়ান তারকা মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে। ৬০ মিনিটে গত আসরের রানার্সআপদের এগিয়ে নেন জোসেলু। বাঁ-দিক থেকে গার্সিয়ার ক্রস পয়ে হেডে জালে বল জড়ান এ স্প্যানিশ তারকা স্ট্রাইকার। এ গোলটার লিড ধরে রেখে বাকি সময় পার করে দেয় হোয়াইট জার্সিধারীরা।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে মাঠে নেমেছিল লন্ডনের দুই জায়ান্ট আর্সেনাল ও চেলসি। দুই দলের ফলটা একরকম হয়নি। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। অন্যদিকে ব্যর্থতার বৃত্তে আটকা পড়ে আছে চেলসি। গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে আর্সেনাল। এ নিয়ে এভারটনের মাঠে ছয় বছর পর জয়ের দেখা পেল গানাররা। এর আগে সর্বশেষ ২০১৭ সালে এ ভেন্যুতে জিতেছিল আর্সেনাল। সে সময় আর্সেনালের কোচ ছিলেন আর্সেন ওয়েঙ্গার। শুরু থেকে প্রাধান্য বিস্তারকারী ফুটবল খেললেও প্রথমার্ধে গোল পায়নি আর্সেনাল। ৬৯ মিনিটে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটা করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। এর আগে এবং পরে আরো বেশকিছু সুযোগ হাতছাড়া করেছে সফরকারী দল।

এটা চলমান লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়। গত ৩ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজেদের ঢেরা এমিরেটস স্টেডিয়ামে ডেকে এনে ৩-১ গোলে হারিয়েছিল মিকেল আর্তেতার শিষ্যরা। সর্বশেষ দলবদলে কম খরচ করেনি চেলসি। নীল জার্সিধারীদের বর্তমান স্কোয়াডের মূল্য ১১৩ কোটি ৪০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৩ হাজার ২৬২ কোটি টাকার বেশি। এত অর্থ খরচ করেও মাঠের খেলায় ভালো কিছু পাচ্ছে না চেলসি।

টানা দুই ম্যাচ ধরে প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারছে না চেলসি। গত ২ সেপ্টেম্বর নটিংহাম ফরেস্টের কাছে হেরেছিল ১-০ গোলে। এবার শক্তির বিচারে কয়েকগুণ পিছিয়ে থাকা বোর্নমাউথের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। এ মৌসুমে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে চেলসি। বিপরীতে সমান দুটি করে ড্র এবং পরাজয়ের সাক্ষী হয়েছে। ৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের ১৪ নম্বরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close