ক্রীড়া ডেস্ক
বেটিসকে উড়িয়ে দিল বার্সা

দলে নতুন আসা দুই পর্তুগিজ তারকা হুয়াও ফেলিক্স ও হুয়াও ক্যান্সেলোর গোলে পরশু রাতে লা লিগায় রিয়াল বেটিসকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। কাতালান জায়ান্টদের হয়ে এটাই দুই পর্তুগিজের প্রথম গোল। ফরোয়ার্ড ফেলিক্সের গোলে বার্সেলোনা এগিয়ে যায়। এরপর একে একে স্কোরশিটে নাম লিখিয়েছেন রবার্তো লেভানডফস্কি, ফেরান তোরেস, রাফিনহা ও ক্যান্সেলো।
ঘরের মাঠে কাল বার্সেলোনা সবদিক থেকেই ছিল অপ্রতিরোধ্য, যা গত মৌসুমে একেবারেই দেখা যায়নি। যদিও মৌসুম শেষে লিগ শিরোপা ঠিকই ঘরে তুলেছিল কাতালান জায়ান্টরা। আগামীকাল রাতে রয়্যাল অ্যান্টার্পের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শুরু করতে যাচ্ছে বার্সা। তার আগে বড় এ জয়ে জাভির শিষ্যদের আত্মবিশ্বাস নিঃসন্দেহে বেড়েছে। পুরো দলের গোছানো পারফরম্যান্সে আলাদা করে ফেলিক্সের কথা করতেই হয়। ট্রান্সফারের শেষ দিনে পর্তুগিজ দুই তারকাকে ধারে দলে ভিড়িয়ে জাভি যে কোনো ভুল করেননি, তা সহজেই অনুমেয়।
"