ক্রীড়া প্রতিবেদক

  ১৬ সেপ্টেম্বর, ২০২৩

সোমবার দেশ ছাড়বে নারী ফুটবল দল

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়া কাপ-২০২৪ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে অংশ নিতে সোমবার (১৮ সেপ্টেম্বর) ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করবেন বাংলাদেশের মেয়েরা। সেখানে আগামী ২০ থেকে ২৪ সেপ্টেম্বর বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল।

অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও স্বাগতিক ভিয়েতনামের সঙ্গে এইচ গ্রুপে পড়া বাংলাদেশ আগামী ২০ সেপ্টেম্বর গ্রুপের প্রথম ম্যাচে ফিলিপাইনের মোকাবিলা করবে। এরপর ২২ সেপ্টেম্বর ভিয়েতনাম এবং ২৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রুমা আক্তারের নেতৃত্বাধীন দলটি। রাজধানী হেনয়ে ভিয়েতনাম ইয়থ ফুটবল ট্রেনিং সেন্টারে অবস্থিত ইয়ানমার মাঠে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।

বাংলাদেশ দল : গোলরক্ষক- জুই আক্তার, মাহলাথুই মারমা, সঙ্গীতা রানী দাস। ডিফেন্ডার- অর্পিতা বিশ্বাস অর্পিতা, কানম আক্তার, প্রতিমা মুন্ডা, জয়নব বিবি রিতা (সহ-অধিনায়ক) রুমা আক্তার (অধিনায়ক), নাদিয়া আক্তার জুতি, ঋতু আক্তার। মিডফিল্ডার- কানন রানী বাহাদুর, আরিফা আক্তার, মুক্তি আক্তার, ঐশী খাতুন, মুন্নি, নুসরাত জাহান মিতু, পূজা দাস। ফরওয়ার্ড- মোসাম্মাৎ সাগরিকা, সুলতানা আক্তার, সুরভী আকন্দ প্রীতি, শ্রীমতি তৃষ্ণা রানী, থুইনুই মারমা, উমেলাহ মারমা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close