ক্রীড়া প্রতিবেদক
‘লক্ষ্য সম্পর্কে বলতে চাই না’
‘এখনই আমার লক্ষ্য সম্পর্কে কিছু বলতে চাই না। ম্যাচ বাই ম্যাচ আগাতে চাই। প্রথম ম্যাচ মিয়ানমারের বিপক্ষে, সেটা নিয়েই আগে ভাবছি। আমরা প্রতিটি ম্যাচ নিয়ে আলাদা করে ভাবছি। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। আলাদা লক্ষ্য যদি বলেন, সেটি অবশ্যই ভালো খেলা ও লড়াই করা।’ চীনের হ্যাংজুতে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর হতে চলা এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টে বাংলাদেশের লক্ষ্য নিয়ে এমন মন্তব্য কোচ হাভিয়ের ক্যাবরেরার। প্রতিপক্ষ তিন দলকে শক্তিশালী বলে লাল-সবুজের দলের কোচ মাটিতে পা রাখতে চাইছেন। গতকাল দিনগত রাত ১২টা ৫০ মিনিটে দেশ ছাড়েছে বাংলাদেশ দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় এদিন বেলা সাড়ে ১১টায় হয়ে গেল সংবাদ সম্মেলন। গেমস শুরুর চার দিন আগে ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ফুটবল ইভেন্ট।
বড় আসরে অংশ নিতে যাওয়ার আগে ফুটবলারদের মানসিক অবস্থা জানাতে গিয়ে ক্যাবরেরা বললেন, ‘এশিয়াডে অংশ নিতে পেরে খেলোয়াড়রা রোমাঞ্চিত। এটা এশিয়ার বড় একটা প্রতিযোগিতা। আমরা খেলবও খুবই শক্তিশালী তিনটি দলের বিপক্ষে- চীন, ভারত ও মিয়ানমার। আমাদের সামনে খুব রোমাঞ্চকর একটা সপ্তাহ অপেক্ষা করছে। সেইসঙ্গে চ্যালেঞ্জিংও বটে।’
‘তবে আমরা প্রথম ম্যাচটি নিয়ে ভাবছি। সেটি মিয়ানমারের বিপক্ষে। চীন আর ভারতের তুলনায় মিয়ানমার কিছুটা পিছিয়ে আছে। তাই আমরা প্রথম ম্যাচে মিয়ানমারের বিপক্ষে পয়েন্ট পেতে চাই। জিততে পারলে খুবই ভালো হয়, সেটি তুলনামূলক শক্তিধর চীন আর ভারতের সঙ্গে আমাদের প্রেরণা দেবে।’
২০১৮ সালে জাকার্তায় হওয়া এশিয়ান গেমসে কাতারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ।
অনূর্ধ্ব-২৩ দলের গেমসে অংশ নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও অভিজ্ঞদের নিয়ে সেবার দল সাজানো সম্ভব হয়েছিল। এবার বাস্তবতা ভিন্ন। অনেকেই এবারের স্কোয়াডে নেই।
এশিয়ান গেমসে ফুটবল দলের অধিনায়কত্ব পেয়েছেন রহমত মিয়া। সংবাদ সম্মেলনে টাইগার দলনেতা বললেন, ‘গত গেমসে অধিনায়ক জামাল ভূঁইয়া ছিলেন এবং তার সঙ্গে আরো অনেক ফুটবলার ছিলেন জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন। এবার বসুন্ধরা কিংসের খেলা থাকায় তাদের অনেকেই নেই।’
দলের লক্ষ্য নিয়ে কথা বলার সময় রহমতের কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। বললেন, ‘২২ জনের মধ্যে ১৫ জনের জাতীয় দলে ক্যাম্প করার অভিজ্ঞতা রয়েছে। তারা নিজেদের সেরাটা দেয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে জাতীয় দলে নিজের জায়গা করতে।’
‘গত এশিয়ান গেমসে বাংলাদেশ দলটা বলতে গেলে জাতীয় দলই ছিল। এবার খেলোয়াড়রা তুলনামূলক নতুন। গতবার আমরা দ্বিতীয় রাউন্ডে খেলেছি। এবার লক্ষ্য থাকবে ভালো করার।’
এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল
গোলরক্ষক : মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন।
রক্ষণভাগ : রহমত মিয়া (অধিনায়ক), মুরাদ হাসান, শাহীন আহমেদ, তানভীর হোসেন, জাহিদ হোসেন, ইসা ফয়সাল।
মধ্যভাগ : আবু সাঈদ, মোহাম্মাদ হৃদয়, মজিবুর রহমান জনি, পাপন সিংহ, জায়েদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মাদ রবিউল হাসান।
আক্রমণভাগ : পিয়ুশ আহমেদ নোভা, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, জাফর ইকবাল, রফিকুল ইসলাম।
এশিয়ান গেমসে বাংলাদেশ দলের গ্রুপ ম্যাচের সময়সূচি :
১৯ সেপ্টেম্বর : বাংলাদেশ-মিয়ানমার (দুপুর ২টা)
২১ সেপ্টেম্বর : বাংলাদেশ-ভারত (দুপুর ২টা)
২৪ সেপ্টেম্বর : বাংলাদেশ-চীন (বিকাল ৫টা ৩০মিনিট)
"