ক্রীড়া ডেস্ক
মেসির পর ডি মারিয়া!
গত কয়েক সপ্তাহের জল্পনার অবসান ঘটিয়ে পরশুরাতে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। ডেভিড বেকহামের ক্লাব এবার টানছে আরেক আর্জেন্টাইন কিংবদন্তিকে। গুঞ্জন ছড়িয়েছে অ্যাঙ্গেল ডি মারিয়াকে নিতে চায় ইন্টার মিয়ামি।
২০২২ সালের জুলাইয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে জুভেন্টাসে নাম লেখান ডি মারিয়া। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত তার সঙ্গে চুক্তি আছে জুভেন্টাসের। এরপর ফ্রি এজেন্টে তিনি যেতে পারেন যে কোনো ক্লাবে। জনপ্রিয় সাংবাদিক ও ফুটবল পন্ডিত ফ্যাব্রিজিও রোমানো সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছেন ডি মারিয়াকে নিয়ে।
ইন্টার মিয়ামির সঙ্গে নাকি ডি মারিয়ার কথা এগিয়েছে অনেকটাই। দু’পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে মনে করেন রোমানো। এ ছাড়া ইন্টার মিয়ামিতে যাওয়ার ?গুঞ্জন আছে ক’দিন আগে বার্সেলোনাকে বিদায় বলা সার্জিও বুসকেটসেরও।
১৫ বছর বার্সেলোনায় থাকার পর গতমাসে স্প্যানিশ ক্লাবটিকে বিদায় বলে দেন বুসকেটস। ফ্রি এজেন্টে তার পরবর্তী গন্তব্য অবশ্য জানা যায়নি। অনেকেই সে সময় ধারণা করেছিলেন যে তিনি যুক্তরাষ্ট্র পাড়ি জমাবেন। সে ধারণা সত্যিও হতে পারে। তবে বুসকেটসকে পেতে ইন্টার মিয়ামিকে লড়াই করতে হবে বেনফিকার সঙ্গে। জানা গেছে, পর্তুগালের ক্লাবটি স্প্যানিশ তারকাকে দলে ভিড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে।
"