ক্রীড়া প্রতিবেদক

  ০৯ জুন, ২০২৩

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরবেন সাকিব

গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচটি খেলতে পারেননি সাকিব আল হাসান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় আঙুলে চোট পান তিনি। এ কারণে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার। তবে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরবেন তিনি। গতকাল সাকিবের ইনজুরি আপডেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিস চৌধুরী। সব ঠিক থাকলে ৫ জুলাই আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে মাঠে নামবেন সাকিব। এমনটাই জানিয়েছেন দেবাশিস। তিনি বলেন, ‘সাকিবের এক্স-রে রিপোর্ট দেখেছি। সাধারণ ফ্র্যাকচার ছিল ওটা। দেখে মনে হল সবকিছু ঠিক আছে। আগে তার ফিটনেস নিয়ে কাজ করতে হবে। আঙুলের চোট কোনো সমস্যা হবে না। দু-এক দিনের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আশা করি সে ওয়ানডে সিরিজে ফিরতে পারবে।’ এদিকে, মিরপুরে গতকাল জিমে এক ঘণ্টার মতো সময় কাটিয়েছেন সাকিব। ইনডোরে দৌড়েছেন। এরপর প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে মাঝ মাঠে পিচ দেখতে যান এবং অনেকক্ষণ তার সঙ্গে কথা বলতে দেখা যায় সাকিকবে। আগামী ১০ জুন ঢাকায় আসবে আফগানিস্তান ক্রিকেট দল। ১৪ জুন থেকে মিরপুর শেরেবাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টেস্ট ম্যাচ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাবে আফগানিস্তান। সেখান থেকে দ্বিতীয় দফায় ফিরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্ট সিরিজ খেলবেন রশিদণ্ডনবিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ৫ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮ এবং ১১ জুলাই। ওয়ানডে সিরিজ শেষ করে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে যাবে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১৪ জুলাই। ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close