ক্রীড়া ডেস্ক

  ০৮ জুন, ২০২৩

বাংলাদেশের বিপক্ষে আফগান দল ঘোষণা

আগামী ১৪ জুন থেকে মিরপুরে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টকে সামনে রেখে বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশের বিপক্ষে টেস্টের দলে রাখা হয়নি তারকা লেগ স্পিনার রশিদ খানকে। নেতৃত্বে দেবেন হাসমতউল্লাহ শাহিদী। চোটের কারণে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে ছিলেন না রশিদ খান। তবে তৃতীয় ম্যাচে দলে ফিরেছিলেন। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দলে জায়গা হয়নি আফগান এই লেগ স্পিনারের।

আগামী ১৪ জুন থেকে একমাত্র টেস্ট মিরপুর শেরে বাংলায় শুরু হবে। খেলা শুরু হবে প্রতিদিন সকাল ১০টা থেকে। এরপর ১৬ দিন বিরতি দিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। সেখানে ৫, ৮ ও ১১ জুলাইয়ের তিন ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। ওয়ানডে সিরিজ শেষে সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে ১৪ ও ১৬ জুলাই দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। এদিকে প্রথম দফায় সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানরা। দেশে পৌঁছে তিন দিন অনুশীলন শেষেই প্রথম টেস্টে মাঠে নামবে রশিদ খানের দল। যদিও এই টেস্টের আগে থাকছে না কোনো প্রস্তুতি ম্যাচ।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আবদুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close