ক্রীড়া ডেস্ক

  ০৮ জুন, ২০২৩

সিরিজ নিশ্চিত করল ক্যারিবিয়ানরা

এক ম্যাচ হাতে রেখেই স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৭৮ রানে হারিয়েছে আরব আমিরাতকে। প্রথম ওয়ানডে ৭ উইকেটে জিতেছিল ক্যারিবীয়রা। এতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

শারজায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দলকে ১৭ ওভারে ১২৯ রানের সূচনা এনে দেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্রান্ডন কিং ও জনসন চার্লস। দুজনই হাফসেঞ্চুরি তুলে আউট হন। ৪টি করে চার-ছক্কায় ৭০ বলে ৬৪ রান করেন কিং। ৮টি চার ও ৩টি ছক্কায় ৪৭ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন চার্লস। দলীয় ১৫১ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর বড় ইনিংস খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের পরের দিকের ব্যাটাররা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close