ক্রীড়া ডেস্ক

  ০৭ জুন, ২০২৩

এশিয়া কাপ

বিসিবিকে এক হাত দিলেন আফ্রিদি

এবারের এশিয়া কাপের ভেন্যু-সংক্রান্ত জটিলতা নিরসনে সংযুক্ত আরব আমিরাতের নাম প্রস্তাব করা হলেও পরে আবহাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আবহাওয়া নিয়ে আপত্তি জানানোকে ‘খোঁড়া যুক্তি’ মনে করছেন সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।

পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তানেই হবে সব ম্যাচ। শুধু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে, যা হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

মে মাসে ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, গরম আবহাওয়ায় আমিরাতে খেলতে রাজি না বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এবারও এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বরে এবং সে সময় সেখানে প্রচণ্ড গরম থাকে। আবহাওয়া নিয়ে অজুহাত দেওয়া একদমই মানতে পারছেন না আফ্রিদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close