ক্রীড়া ডেস্ক

  ০৪ জুন, ২০২৩

আফগানদের লক্ষ্য সিরিজ

শ্রীলঙ্কা চায় সমতা

ব্যাটিং-বোলিং অলরাউন্ড নৈপুণ্যে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পাওয়া আফগানিস্তান ক্রিকেট দল। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চায়। প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় পাওয়া আফগানরা তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নামবে আফগানিস্তান। অন্য দিকে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা লক্ষ্য শ্রীলঙ্কার। হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতে সহজ জয় পায় আফগানিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করে চারিথ আসালঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভার জোড়া হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৬৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ১২টি চারে ৯৫ বলে ৯১ রান করেন আসালঙ্কা। ৫টি চারে ৫১ রান করেন ডি সিলভা। আফগানিস্তানের ফজল হক ফারুকি-ফরিদ আহমেদ ২টি করে উইকেট নেন।

জবাবে ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমত শাহর জোড়া হাফ সেঞ্চুরিতে ১৯ বল বাকি রেখেই জয়ের নিশ্চিত হয় আফগানিস্তানের। ওয়ানডেতে আটবারের দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় জয় পায় আফগানিস্তান। আফগানিস্তানের হয়ে ১১টি চার ও ২টি ছক্কায় ৯৮ বলে ৯৮ রান করেন ইব্রাহিম। ৩টি চারে ৫৫ রান করেন রহমত শাহ।

প্রথম ওয়ানডেতে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট আফগানিস্তান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান তিনি, ‘প্রথম ওয়ানডেতে দলের পারফরম্যান্স ভালো হয়েছে। ম্যাচ জয়ী ইনিংস খেলেছে ইব্রাহিম। প্রতি ম্যাচেই সে উন্নতি করছে। আশা করব, পরের ম্যাচে দলীয় পারফরম্যান্স অব্যাহত থাকবে এবং আমরা সিরিজ নিশ্চিত করতে পারব।’

এ দিকে, পিছিয়ে পড়লেও সিরিজে সমতা আনতে মরিয়া শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা, ‘প্রথম ম্যাচে টপ-অর্ডাররা জ্বলে উঠতে পারেনি। এখানেই আমরা পিছিয়ে পড়েছি। এটা তিনশ রানের উইকেট। কিন্তু আমরা তা করতে পারিনি। দ্বিতীয় ম্যাচে দল ঘুরে দাঁড়াবে এবং ভালো খেলবে। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততেই হবে আমাদের।’

পিঠের ইনজুরির কারণে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও দলের সেরা স্পিনার রশিদ খানকে পাচ্ছে না আফগানিস্তান।

এখন পর্যন্ত ওয়ানডেতে আটবারের মুখোমুখিতে ৪টিতে শ্রীলঙ্কা এবং ৩টিতে জয় পেয়েছে আফগানিস্তান। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close