ক্রীড়া ডেস্ক

  ০৪ জুন, ২০২৩

স্পেনে বাড়ি খুঁজছেন বেলিংহাম

স্থানান্তর প্রক্রিয়া এখনো নিশ্চিত করা হয়নি, তবে এটা অনেকেই জানেন যে আসন্ন গ্রীষ্মে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন জুডে বেলিংহাম। ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, স্পেনের রাজধানীতে অ্যাপার্টমেন্ট খোঁজার কাজ শুরু করে দিয়েছে বেলিংহামের প্রতিনিধিরা।

জার্মান বুন্দেসলিগায় সবশেষ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি ছিল বরুশিয়া ডর্টমুন্ড। শেষ ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরে ট্রফি হাতছাড়া করে ক্লাবটি। মৌসুমে ডর্টমুন্ড প্রভাব বিস্তার করলেও বেলিংহাম অতটা ছন্দে ছিলেন না। তা সত্ত্বেও তাকে নিয়ে কাড়াকাড়ি লেগে যায় ইউরোপী ফুটবলের দলবদলে। জানা গেছে, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং ম্যানচেস্টার সিটিও ইংলিশ তারকাকে দলে নিতে চেয়েছে। ইউরোপের দুই জায়ান্টের সঙ্গে প্রতিযোগিতা করে শেষ পর্যন্ত জয়ী হয়েছে রিয়াল মাদ্রিদ।

ইংলিশ সংবাদমাধ্যমটির দাবি বেলিংহামের জন্য রিয়াল মাদ্রিদ খরচ করেছে ১০০ মিলিয়ন ইউরো। আগামী ৬ বছরের জন্য তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এটাও জানা গেছে যে বেলিংহাম এরই মধ্যে তার ডর্টমুন্ড সতীর্থ এবং তার মা ডেনিসের সঙ্গে একটি আবেগপূর্ণ বিদায় নিয়েছেন। সংবাদমাধ্যমটি এটাও জানায়, যে তার প্রতিনিধিরা চুক্তির আনুষ্ঠানিকতা সারতে কোনো দেরি করতে চায় না। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close