ক্রীড়া ডেস্ক

  ০৪ জুন, ২০২৩

জার্মানির দল ঘোষণা

ফিরলেন রুডিগার ও গুনডোগান

আসন্ন গ্রীষ্মকালীন তিনটি প্রীতি ম্যাচের জন্য জার্মান কোচ হান্সি ফ্লিক ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। দলে ফিরে আসা আটজনের মধ্যে অন্যতম হলেন এন্টোনিও রুডিগার, লেরয় সানে ও ইকে গুনডোগান। তবে কাতার বিশ্বকাপে খেলা থমাস মুলার, সার্জি গ্যানাব্রি, নিকলাস সুয়েলে ও মারিও গোটশে দল থেকে ছিটকে পড়েছেন।

এ মাসে তিনটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। স্বাগতিক হিসেবে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করায় ইউরোপের অন্য দলগুলো যেখানে বাছাইপর্ব নিয়ে ব্যস্ত থাকবে সেখানে জার্মানি খেলবে প্রীতি ম্যাচ। এক বিবৃতিতে ফ্লিক বলেছেন, ‘ঘরের মাঠের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দল ও সমর্থকদের জন্য নিজেদের সেরাটা দিতে প্রীতি ম্যাচগুলোর জন্য সব খেলোয়াড় অধীর আগ্রহে অপেক্ষা করছে। উইঙ্গারদের সহায়তায় প্রতিপক্ষ দলগুলোকে আমরা আক্রমণভাগের শক্তি দিয়ে চাপে রাখতে চাই। একই সঙ্গে রক্ষণভাগেও প্রতিরোধ গড়ে তুলতে চাই। এই মুহূর্তে যে দল নির্বাচন করেছি তাতে প্রতিটি পজিশনেই আমাদের শক্তিমত্তা সমান বলেই আমি বিশ্বাস করি।’

মার্চে ইনজুরির কারণে প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারেননি সানে, রুডিগার ও গুনডোগান। দুটি ম্যাচে কোলনে বেলজিয়ামের কাছে ৩-২ গোলে পরাজিত হলেও মেইঞ্জে পেরুর বিরুদ্ধে ২-০ গোলে জয়ী হয়েছিল জার্মানরা।

দল ঘোষণার আগে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার গুনডোগান বার্তা সংস্থা এএফপিকে বলেছিলেন, ‘জাতীয় দল সব সময়ই আমার কাছে বিশেষ কিছু। অবশ্যই জুনের ম্যাচগুলোতে আমি দলে ফিরতে চাই।’

আগামী ১০ জুন ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সিটির হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চান গুনডোগান। এ কারণে ১২ জুন প্রথম প্রীতি ম্যাচটিতে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ ফরওয়ার্ড থমাস মুলার জাতীয় দল থেকে বাদ পড়েছেন। মার্চেই ফ্লিক জানিয়েছিলেন জুনের প্রীতি ম্যাচগুলোতে মুলার দলের বাইরে থাকবেন। কিন্তু তার আবারও ফিরে আসার দরজা খোলা রয়েছে।

আগামী ১২ জুন ব্রেমেনে ইউক্রেনকে আতিথ্য দিবে জার্মানি। এই ম্যাচটি জার্মান জাতীয় দলের হাজারতম ম্যাচ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close