ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদে থাকছেন বেনজেমা
আন্তর্জাতিক গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে, বেনজেমা রিয়াল ছাড়ছেন। পরের মৌসুমে তিনি সৌদি চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে খেলার জন্য মনস্থির করেছেন। এর আগে স্প্যানিশ গণমাধ্যম এএস জানিয়েছিল, বেনজেমাকে ৪০০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দিয়েছে প্রো লিগের একটি ক্লাব। চুক্তি অনুযায়ী, ভবিষ্যতে তিনি সৌদির বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার অধীনে শুভেচ্ছাদূত হিসেবেও ভূমিকা রাখবেন। আল ইত্তিহাদে পাড়ি জমানোর জল্পনা-কল্পনা উড়িয়ে দিতে বেশি সময় নেননি বেনজেমা।
বৃহস্পতিবারই স্প্যানিশ গণমাধ্যম মার্কার একটি আয়োজনে তিনি বলেন, ‘আমাকে কেন ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হবে? আমি রিয়াল মাদ্রিদে আছি। বাস্তবতা সম্পূর্ণ আলাদা ব্যাপার, ইন্টারনেটে যা বলা হয় তা নয়।’ অনুষ্ঠানে বেনজেমার হাতে তুলে দেওয়া হয় মার্কা লিজেন্ড অ্যাওয়ার্ড। তখন স্টেজে তাকে ঘিরে থাকা একদল শিশুর কাছে তিনি ব্যাখ্যা করেন রিয়ালের জার্সিতে খেলার অভিজ্ঞতা, ‘রিয়ালের মতো আর কোনো ক্লাব নেই। সান্তিয়াগো বার্নাব্যুতে (রিয়ালের ঘরের মাঠ) খেলা, যেখানে ফুটবলের সেরা খেলোয়াড়রা খেলেছে, এখানে খেলা সব সময় আমার স্বপ্ন ছিল। কারণ, এটা ইতিহাসের সেরা ক্লাব।’
"