ক্রীড়া ডেস্ক

  ৩০ মার্চ, ২০২৩

রোমাঞ্চকর জয়ে সিরিজ উইন্ডিজের

দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়ানডে সিরিজে এগিয়ে থেকেও ড্র করতে হয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে (১-১)। অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরতে পারছেন ক্যারিবীয় ক্রিকেটাররা। পরশু রাতে সিরিজের অলিখিত ফাইনালে উইন্ডিজ জিতেছে ৭ রানে। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ। জোহানেসবার্গে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২২০ রানের পাহাড় গড়ে ক্যারিবীয়রা। জবাবে ৬ উইকেটে ২১৩ রান তুলতে সক্ষম হয় প্রোটিয়ারা। অথচ আগের ম্যাচে ২৫৮ রান তাড়া করে জিতে ইতিহাস গড়েছিল তারা।

ম্যাচের শেষ ওভারে ১৮ রান তুলেও হারতে হলো দক্ষিণ আফ্রিকাকে। কারণ, আগের ওভারেই ম্যাচ থেকে ছিটকে গেছে স্বাগতিকরা। ১৯তম ওভারে কেবল ৯ রান নিতে পারে তারা। ওই ওভারে ৩ উইকেট নেওয়া আলজারি জোসেফ হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচে আরো ২ উইকেট নিয়েছেন ক্যারিবীয় পেসার। বিফলেই গেল অধিনায়ক এইডেন মার্করামের ১৮ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংসটা। কাজে আসেনি রিজা হেন্ড্রিক্সের তাণ্ডবও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close