ক্রীড়া ডেস্ক

  ২৮ মার্চ, ২০২৩

রোনালদোতে উড়ছে পর্তুগাল

ফিফা র‌্যাংকিংয়ে দুই দলের মাঝের বিশাল পার্থক্য মাঠেও প্রতিফলিত হলো। ১৮ মিনিটেই তিনবার জালে বল পাঠানো পর্তুগাল আভাস দিল গোল উৎসবের। বিরতির পর যদিও শুরুর দাপট ধরে রাখতে পারেনি তারা। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে বিশাল জয় নিয়েই ফিরল সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। লুক্সেমবার্গের জাতীয় স্টেডিয়ামে রবিবার রাতে ৬-০ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘জে’ গ্রুপের ম্যাচটিতে পর্তুগালের অন্য চার গোলদাতা জোয়াও ফেলিক্স, বের্নার্দো সিলভা, ওতাভিও ও রাফায়েল লেয়াও। ২০১৬ সালের ইউরোপ চ্যাম্পিয়নদের সামনে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি ফিফা র‌্যাংকিংয়ের ৯২তম স্থানে থাকা দলটি।

ম্যাচের ৯ মিনিটে গোলের উদ্দেশ্যে প্রথম শটেই এগিয়ে যায় র‌্যাংকিংয়ের ৯ নম্বর পর্তুগাল। ডান দিক থেকে ব্রুনো ফের্নান্দেসের বাড়ানো ক্রসে নুনো মেন্দেস হেডে খুঁজে নেন ছয় গজ বক্সে রোনালদোকে। বুটের আলতো এক টোকায় বাকি কাজ সারেন অধিনায়ক। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স। সিলভার দারুণ ক্রস দূরের পোস্টে ফাঁকায় পেয়ে লাফিয়ে নেওয়া হেডে গোলটি করেন অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বর্তমানে ধারে চেলসিতে খেলা এই ফরওয়ার্ড। অষ্টাদশ মিনিটে স্কোরলাইনে নিজের নাম তোলেন সিলভা। জোয়াও পালিনিয়ার ক্রসে কোনাকুনি হেডে ঠিকানা খুঁজে নেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার। ৯ মিনিটের মধ্যে তিন গোল হজম করে দিকহারা দলটি আর ঘুরে দাঁড়ানোর পথ পায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close