ক্রীড়া ডেস্ক

  ২৬ মার্চ, ২০২৩

ওজিলের সেরা সতীর্থ রোনালদোর প্রতিপক্ষ মেসি

জার্মানি জাতীয় দলের হয়ে ৯২টি ম্যাচ খেলে অবসরের ঘোষণা দেন মেসুত ওজিল। আন্তর্জাতিক ফুটবল অধ্যায়টা ৯ বছর হলেও তার ক্লাব ক্যারিয়ারটা দীর্ঘই ছিল। ১৮ বছরের এই যাত্রায় আর্সেনাল (২৫৪ ম্যাচ), রিয়াল মাদ্রিদ (১৫৯), ওয়েডার ব্রেমেন (১০৮), শালকে জিরো ফোর (৩৯), ফেনারব্যাচ (৩৭) ও ইস্তাম্বুল বাসাকশেহিরের (৪) হয়ে খেলেছেন তিনি। দীর্ঘ এই পথচলায় অনেকের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন ওজিল। প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন অসংখ্য খেলোয়াড়কে। তাদের মধ্য থেকে সেরা সতীর্থ হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো এবং সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসিকে বেছে নিলেন ওজিল। পরশু রাতে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনটিই জানালেন তিনি।

জার্মানির বিশ্বকাপজয়ী তুর্কি বংশোদ্ভুত কিংবদন্তি মিডফিল্ডার বলেছেন, ‘আমার কাছে ক্রিস্টিয়ানো রোনালদো সেরা খেলোয়াড়। নেতৃত্ব এবং ব্যক্তিত্ব হিসেবে আমি তাকেই বেছে নেব। (ডিফেন্ডার হিসেবে) আমি সার্জিও রামোসকে বেছে নিতে পারি। আমার কাছে গোলমুখে সেরা স্ট্রাইকার ছিলেন, আমার ছেলে বেনজি (করিম বেনজেমা)! রিয়াল মাদ্রিদে খেলাকালীন এসব ফুটবলারকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন ওজিল। তিনি হতে পারতেন মেসির সতীর্থ। কিন্তু বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা ওজিলকে সাক্ষাতের সময়ই দেননি। তাহলে হয়তো রিয়ালে না গিয়ে বার্সাতেও যেতে পারতেন তিনি। মূলত বার্সাকর্তারা আগ্রহ দেখালেও স্প্যানিশ কোচ নিতে চাননি ওজিলকে। পরে রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্ত নেন ৩৪ বছর বয়সি এই কিংবদন্তি। ওজিলের মাদ্রিদে যেতে তৎকালীন রিয়াল কোচ হোসে মরিনহোর বড় একটা প্রভাব ছিল। তাই রোনালদো-বেনজেমাদের কাঁধে কাঁধ মিলিয়েই লড়াই করতে হয়েছে ওজিলকে। এ সময় মেসিকে কয়েকবারই প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন তিনি। তার কাছে প্রতিপক্ষ মেসিই সেরা। মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে ওজিল বলেছেন, ‘(সবচেয়ে কঠিন প্রতিপক্ষ) মেসি! আমার মনে হয় এটা সবাই জানেন। সে দুর্দান্ত একজন খেলোয়াড়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close