ক্রীড়া ডেস্ক

  ২৫ মার্চ, ২০২৩

চমকে দিল বায়ার্ন নতুন কোচ টুখেল

উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত গতিতে ছুটছে বায়ার্ন মিউনিখ। শেষ ষোলোর দুই লেগেই মেসি-এমবাপ্পেদের প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়েছে বাভারিয়ান ক্লাবটি। এই পারফর?ম্যান্সে ট্রফি জয়ে অন্যতম ফেভারিট হয়ে উঠেছে জার্মান জায়ান্টরা।

তবে ইউরোপে অপ্রতিরোধ্য হয়ে উঠলেও ঘরোয়া ফুটবলে ঠিক চেনা ছন্দে নেই বায়ার্ন মিউনিখ। কিছুদিন আগে জার্মান বুন্দেসলিগায় শীর্ষস্থান হারিয়েছে বাভারিয়ান জায়ান্টরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বরুসিয়া ডর্টমুন্ড।

জার্মান লিগে সবশেষ পাঁচ ম্যাচের দুটিতেই হেরেছে বায়ার্ন মিউনিখ। লিগের ২৫ রাউন্ড শেষে কেবল ১৫টি ম্যাচে জিতেছে তারা। এতেই ভেঙে গেছে ক্লাব কর্তাদের ধৈর্য্যরে বাঁধ। বায়ার্নের প্রধান কোচ ইউলিয়ান ন্যালেসম্যানকে ছাঁটাই করেছে তারা। এরই মধ্যে নতুন কোচও নিয়োগ দিয়ে ফেলেছে।

খবরটি নিশ্চিত করেছে জার্মানির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম বিল্ড। এছাড়া ইতালিয়ান বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, বরুসিয়া ডর্টমুন্ড, পিএসজি ও চেলসির সাবেক কোচ টমাস টুখেলকে নিয়োগ দিয়েছে বাভারিয়ানরা। আচমকা বায়ার্ন মিউনিখের কোচ বরখাস্ত করার সিদ্ধান্তটা একরকম চমক হয়েই এলো।

২০২১ সালে লাইপজিগ ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন ন্যাগেলসম্যান। বায়ার্নে দুই বছর পুরোপুরি টিকতে পারলেন না তিনি। তার অধীনে ঘরোয়া লিগে বাভারিয়ানদের শিরোপা ধরে রাখা কঠিন হয়ে গেছে। অথচ বিগত বছরগুলোতে হেসেখেলে ও একচ্ছত্র আধিপত্যে জার্মান লিগ জিতেছে বায়ার্ন।

এবার কাজটা কঠিন হয়ে গেছে। কারণ, লিগ মৌসুমটা এখন হয়ে গেছে উন্মুক্ত। ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বরুসিয়া ডর্টমুন্ড। এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে নেমে গেছে বায়ার্ন মিউনিখ। তিনে থাকা ইউনিয়ন বার্লিনের সংগ্রহ ৪৮ পয়েন্ট। তাদের পেছনে আছে ফ্রেইবুর্গ (৪৬) ও লাইপজিগ (৪৫)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close