ক্রীড়া প্রতিবেদক

  ২৫ মার্চ, ২০২৩

দ্য হানড্রেডে দল পেলেন না সাকিব

ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দ্য হানড্রেডে কেনেনি কেউ। এছাড়া এবার দল পাননি শর্টার ফরম্যাটের অন্যতম সেরা দুই ব্যাটার পাকিস্তানের বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। অবিক্রিত থেকেছেন উইন্ডিজ তারকা কাইরন পোলার্ড। বাংলাদেশের সৌম্য সরকার, লিটন দাস, নাসুম আহমেদ, আফিফ হোসেন, তাসকিন আহমেদরা ড্রাফটে জায়গা পেলেও অবিক্রিত থেকেছেন। এছাড়া একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে বাংলাদেশ থেকে ড্রাফটে জায়গা পেয়েছিলেন জাহানারা আলম। কিন্তু তাকে কিনতেও আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি।

জানা গেছে, বিদেশি কোটা কম থাকায় অনেকেই দল পাননি। ইংল্যান্ডের বাইরে দল পেয়েছেন- শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, ইহসানুল্লাহ খান, হেনরিখ ক্লাসেন, অ্যাসটন টার্নার, গ্লেন ফিলিপস, ডেভিড উইলি, টিম ডেভিড অনেকে। এ বছরের আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দ্য হানড্রেডের। এর আগে দুটি সফল আয়োজন করে প্রশংসা কুড়িয়েছে ১০০ বলের এই টুর্নামেন্ট। এই ফ্রাঞ্চাইজি লিগে ৮টি দল অংশগ্রহণ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close