ক্রীড়া প্রতিবেদক

  ২২ মার্চ, ২০২৩

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

রাশিয়া পরীক্ষা দিতে প্রস্তুত বাংলাদেশ

যে ম্যাচটি বাংলাদেশের আগ্রহের কেন্দ্রে, সেটি এখন দুয়ারে। যদিও প্রতিপক্ষ রাশিয়া শক্তি-সামর্থ্যরে পাল্লায় ঢের এগিয়ে, কিন্তু ভুটানকে উড়িয়ে দিয়ে আসায় নিজেদের পিছিয়ে রাখছেন না গোলাম রব্বানী ছোটন। জানালেন, প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলতে তার দল শতভাগ আত্মবিশ্বাস নিয়ে নামবে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ রাশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে এরই মধ্যে ভুটানকে ৮-১ গোলে উড়িয়ে শুভ সূচনা করেছে মেয়েরা। রাশিয়া নামবে রাউন্ড রবিন লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে।

ভুটানকে গোলের মালা পরানো ম্যাচে পোস্টের বাধায় ও দুর্বল শটে সুযোগ নষ্ট হয় আরো কয়েকটি। ৭৬ মিনিটে সাগরিকার শট পোস্ট কাঁপিয়ে ফিরে। এর আগে তৃষ্ণা, প্রীতিরা হেলায় নষ্ট করেন একাধিক সুযোগ। তবে হতাশ নন ছোটন; রাশিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা নিয়ে ভীত নন তিনি। মেয়েদের যে ফুটবল খেলার কথা ছিল, (ভুটানের বিপক্ষে) সেটাই খেলেছে। পুরো ৯০ মিনিট একই ছন্দে খেলেছে। পুরো ম্যাচে মেয়েরা খেলার মধ্যেই ছিল। সাগরিকার শট পোস্টে লেগে ফিরেছে, এখানে সাগরিকার ভুল বা দোষ নেই। আমি মনে করি, শতভাগ আত্মবিশ্বাস নিয়ে আমরা রাশিয়ার বিপক্ষে খেলতে নামতে পারব। ভুটান খেলা শুরুর আগ পর্যন্ত এত দুর্বল ছিল না। আমাদের মতো তারাও প্রস্তুতি নিয়ে এসেছিল। আমাদের মেয়েরা চেষ্টা করেছে, জিতেছে। এখানে কাউকে দুর্বল ভাবি না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close