ক্রীড়া প্রতিবেদক

  ২০ মার্চ, ২০২৩

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয় হাকিম-দিয়া

চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ মিশ্র বিভাগে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। রবিবার (১৯ মার্চ) কাজাখস্তানের বিপক্ষে ফাইনালে বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে জয়লাভ করেছে। রিকার্ভ মিশ্র ইভেন্টে দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল অংশ নিয়েছেন। ফাইনালে প্রথম সেটে বাংলাদেশ হেরেছিল। সেখানে কাজাখস্তান ৩৮-৩৬ পয়েন্টে জেতে। প্রথম সেট হারলেও পরের দুই সেট বাংলাদেশ জিতেছে যথাক্রমে ৩৫-৩৬ ও ৩৩-৩৭ পয়েন্টে। পরে বাংলাদেশ তিন সেটে ৪-২ পয়েন্টে লিড পায়। শেষ সেটে ৩৯-৩৯ পয়েন্টে ড্র হলে, বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে স্বর্ণ জিতে নেয়।

এদিকে, রিকার্ভ মিশ্রে স্বর্ণে জেতার পর ব্যক্তিগত ব্রোঞ্জ ইভেন্টে হেরেছেন বাংলাদেশের অলিম্পিয়ান আর্চার দিয়া সিদ্দিকী। মালয়েশিয়ার মাশায়িক সায়কিরার সঙ্গে তিনি ৬-৪ সেট পয়েন্ট হেরেছেন। প্রথম দুই সেটে দিয়া জেতেন ২৭-২৫, ২৮-২৭ পয়েন্টে। এরপর তিনি তিন সেট হেরে যান। এই তিন সেটে ২৮-১৬, ২৮-২৭, ২৭-২৬ পয়েন্টের ব্যবধানে দিয়াকে হারান মাশায়িক। দিয়া ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ না পেলেও আবদুল হাকিম রুবেল পদক পেয়েছেন। কাজাখস্তানের আবদুল্লিন ইলফাতকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন। প্রথম সেটে রুবেল ২৬-২৮ পয়েন্টে হারেন। দ্বিতীয় সেট ২৮-২৮ পয়েন্টে ড্র হয়। তৃতীয় ও চতুর্থ সেট জিতেন রুবেল। পঞ্চম সেটে ২৮-২৮ পয়েন্টে ড্র হলে রুবেলের ব্রোঞ্জ নিশ্চিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close