ক্রীড়া ডেস্ক
ইতিহাস গড়ে শেষ আটে নাপোলি

মৌসুমটা দুর্দান্ত কাটছে নাপোলির। প্রায় তিন যুগ পর ইতালিয়ান সিরি এ’র শিরোপা জেতার খুব কাছে অবস্থান করছে নেপলসের প্রতিনিধিরা। চলমান উয়েফা চ্যাম্পিয়নস লিগটাও পার করছে মনে রাখার মতো। নিজেদের ১১৮ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপ সেরার মঞ্চের শেষ আটে পা রেখেছে নাপোলি।
ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে ছিল নাপোলি। অনুমিতভাবেই সেই দুয়ার খুলে গেল। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে পা রাখল ইতালিয়ান ক্লাবটি। সাফল্যের নেপথ্য নায়ক কোচ লুচানো স্পালেত্তি বললেন, সময় এখন উদযাপন আর উপভোগের। সিরি এ’তে এবার বিনোদনদায়ী ফুটবলের পসরা মেলে ধরে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা নাপোলি সেই ধারা বয়ে এনেছে ইউরোপ সেরার মঞ্চেও। ক্লাবের ইতিহাসে প্রথমবার পৌঁছে গেছে তারা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে।
প্রথম লেগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে ২-০ গোলে জিতে কাজ এগিয়ে রেখেছিল নাপোলি। বুধবার নিজেদের মাঠে তাদের জয় ৩-০ গোলে।
"