ক্রীড়া প্রতিবেদক

  ১৬ মার্চ, ২০২৩

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

টিকিট মিলবে অনলাইনে

অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে অনলাইনে টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বিসিবি। বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট পাওয়া যাবে বিসিবির ওয়েবসাইটে। পাশাপাশি বুথে তো টিকিট থাকবেই। অনলাইনে টিকিট নিশ্চিত করলেও অবশ্য পরে তা বুথে গিয়ে সংগ্রহ করতে হবে। আপাতত স্ক্যানার ও গেটে স্বয়ংক্রিয় ব্যবস্থা নেই বিসিবির। ভবিষ্যতে এটিও চালু করার প্রক্রিয়া চলছে। অনলাইনে যারা টিকিট করবে, তাদের টিকিট সংগ্রহ করার জন্য বুথ থাকবে আলাদা। দীর্ঘদিন ধরে অনলাইনে টিকিট বিক্রি না করা নিয়ে তুমুল সমালোচনার পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেছিলেন, আয়াল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই এটা চালু করার প্রক্রিয়া চলছে। বুধবার (১৫ মার্চ) বিসিবিতে আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলনে বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ নিশ্চিত করেন, এই সিরিজ থেকেই অনলাইনে টিকিট মিলবে।

জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর নিবন্ধন করে টিকিট করতে হবে। একটি নিবন্ধন থেকে সর্বোচ্চ দুটি টিকিট করা যাবে। ক্রেডিট ও ডেবিট কার্ডের পাশাপাশি মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে টিকিট করা যাবে। অনলাইনে টিকিট বিক্রির প্রস্তুতি হিসেবে এর মধ্যেই বিসিবির ওয়েবসাইটের সার্ভারের সক্ষমতা বাড়ানো হয়েছে। তবে কবে থেকে টিকিট পাওয়া যাবে, তা এখনো নিশ্চিত করেনি বোর্ড। বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সিলেট পর্বের টিকিটের দামও জানানো হয়েছে এ দিন সংবাদ সম্মেলনে। টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল গ্যালারিতে বসে এই টিকিটে খেলা দেখতে পারবেন দর্শক। এ ছাড়া ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম ১ হাজার ৫০০ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close