ক্রীড়া ডেস্ক

  ১৪ মার্চ, ২০২৩

নাটকীয়তা এবং বার্সার জয়

অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে সবশেষ ম্যাচটা ভুলতে অনেক সময় লেগে যাবে বার্সেলোনার। কারণ ম্যাচে যে পরিমাণ নাটকীয়তা হয়েছে তাতে সহজে ভুলতে পারার কথা নয়। সেই সঙ্গে এদিন ভাগ্য বিধাতাও কথা বলেছে কাতালানদের হয়ে। তাই শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

স্প্যানিশ লা লিগায় গত রাতে বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে বার্সা। সান মেমেজ বারিয়াতে সফরকারীদের হয়ে জয়সূচক গোলটা করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনহা। এ নিয়ে লিগে টানা দুই ম্যাচে দলের জয়ের নায়ক বনে গেলেন তিনি। এর আগে গত ৫ মার্চ ভ্যালেন্সিয়ার বিপক্ষেও একমাত্র গোলটা করেছিলেন সাবেক লিডস ইউনাইটেড তারকা।

এদিন বিলবাওয়ের কাছে কঠিন পরীক্ষা দিতে হয়েছে বার্সাকে। প্রথমার্ধের শেষ দিকে লিড নিলেও সেটা ধরে রাখতে রীতিমতো ঘাম বের হয়ে যাচ্ছিল স্প্যানিশ জায়ান্টদের। পাল্টা আক্রমণে চ্যালেঞ্জ জানিয়ে অতিথিদের রক্ষণভাগকে ব্যস্ত করে তোলে দ্বিতীয় সারির দলটি। তবে গোলবার এবং বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানের কারণে ম্যাচে ফেরা হয়নি বিলবাওয়ের।

বেশ কয়েকটি সুযোগ নষ্টের ভিড়ে প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় বার্সা। সতীর্থ সার্জিও বুসকেটসের বাড়ানো বল দূরের পোস্টে জালে জড়ান রাফিনহা। বিরতির পর দুই দলই গোলের সুযোগ হাতছাড়া করে। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে ইনাকি উইলিয়ামসের শট সফরকারীদের জালে জড়ায়।

তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, ভিএআরের সাহায্যে দেখা যায় গোলের আগে বল লেগেছিল বিলবাওয়ের মুনিয়াইনের হাতে। তাতেই গোল বাতিল হয়। নাটকীয়তা সেখানেই শেষ হয়নি। অতিরিক্ত সময়ে দুইবার গোল লাইন থেকে বল ফিরিয়ে দলকে বাঁচান কাতালান খেলোয়াড়রা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close