ক্রীড়া ডেস্ক
০৮ ফেব্রুয়ারি, ২০২৩
বাংলাদেশের পতাকা আর্জেন্টিনার মাঠে

বিশ্বকাপের সময় লিওনেল মেসির হাতে এডিট করে বসানো বাংলাদেশের পতাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল তারা। এবার আর এডিটিং করে নয়, লাল-সবুজের পতাকা আর্জেন্টিনার মাঠে উড়িয়েই সম্মান জানাল আলবিসেলেস্তেদের প্রফেশনাল লিগ কর্তৃপক্ষ। আর্জেন্টিনার ঘরোয়া লিগে একটি ম্যাচের আগে মঙ্গলবার বাংলাদেশের পতাকা প্রদর্শন করে স্মরণে আনা হয়েছে বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষের আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থনের স্মৃতি। সঙ্গে ছিল আর্জেন্টিনার পতাকাও। দুই পতাকার মাঝে লেখা হয়েছে ‘গ্রাসিয়াস বাংলাদেশ’, বাংলায় যার অর্থ ‘ধন্যবাদ বাংলাদেশ’। আর্জেন্টিনার ফার্স্ট ডিভিশন লিগ ‘প্রফেশনাল দে ফুটবল’ নিজেদের ভেরিফাইড টুইটার হ্যান্ডলে সেই ছবি পোস্ট করেছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন