ক্রীড়া ডেস্ক
০৮ ফেব্রুয়ারি, ২০২৩
হার দিয়ে প্রস্তুতি শুরু বাংলাদেশের

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। গত রাতে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। কেপ টাউনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় তারা।
৮ রান করে আউট হন ওপেনার সালমা খাতুন। দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়েন আরেক ওপেনার সোবহানা মোস্তারি ও তিন নম্বরে নামা শামিমা সুলতানা। মোস্তারি ১৮ ও সুলতানা ৩৬ রান করে আউট হন। পরের দিকে বাংলাদেশের ব্যাটাররা দ্রুত রান তুলতে পারেননি। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১০১ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন