কালকিনি প্রতিনিধি

  ২৬ জানুয়ারি, ২০২৩

মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট

চ্যাম্পিয়ন একতা যুব সংঘ

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’-এ স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র এস এম হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ, এমপি।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভবতোষ দত্ত, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার, কালকিনি থানার ওসি শামীম হোসেনসহ আরো অনেকে।

মেয়র কাপ টুর্নামেন্টে কালকিনি উপজেলার মোট ২৪টি দল অংশগ্রহণ করেন। শেষ পর্যন্ত ফাইনাল খেলায় একতা যুব সংঘ এবং ব্রাদার্স ফর কালকিনি অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্রাদার্স ফর কালকিনি। তারা নির্ধারিত ১০ ওভারে ১২২ রান করে। জবাবে একতা যুব সংঘ ৯.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে কাঙ্ক্ষিত রান সংগ্রহ করে জয় লাভ করে। এ জয়ের মাধ্যমে একতা যুব সংঘ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় ১৬ বলে ৪৩ রান ও ১ উইকেট নিয়ে ম্যান ম্যাচ হয়েছেন একতা যুব সংঘের শিপন। পুরো টুর্নামেন্টে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে সেরা খেলোয়াড় হয়েছেন একতা যুব সংঘ দলের আল আমিন।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৪৩ ইঞ্চি এলইডি টিভি ও রানার্সআপ দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভিসহ উভয় দলকে ট্রফি প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়। আগামীতেও এ ধরনের খেলা অব্যাহত থাকবে বলে জানান কালকিনি পৌর মেয়র

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close