ক্রীড়া প্রতিবেদক

  ২২ জানুয়ারি, ২০২৩

‘সাকিব দারুণ স্মার্ট ওর খেলা দেখা শান্তির’

সাকিব আল হাসানকে নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি সমালোচনাও। তবে দিনশেষে তার পারফরম্যান্সে চাপা পড়ে যায় সব আলোচনা-সমালোচনার টেবিল। সেটি হতেই হয়। কারণ, ব্যক্তিটি সাকিব আল হাসান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন এই ক্রিকেটারের যৌবনটাও বাড়ছে। সে কথা অবলীলায় জানিয়েছেন ক্রিকেট প্রশিক্ষক নাজমুল আবেদীন ফাহিম।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দুর্দান্ত ব্যাটিং করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বিপিএলের নবম এ আসরে সাকিব খেলছেন ফরচুন বরিশালের হয়ে।

প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩২ বলে ৬৭ রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার । ধারাবাহিকতা ধরে রাখেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে ৪৫ বলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন। আর সেটি ছাড়িয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে করেন ৪৩ বলে অপরাজিত ৮৯। সবশেষ ২০ জানুয়ারি ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে করেন ১৭ বলে ৩০ রান।

সাকিবের এমন মোহনীয়তা দেখে চুপ থাকতে পারেননি নাজমুল আবেদীন ফাহিম। তিনি জানান, ‘সাকিব দারুণ স্মার্ট। সবাইকে অবাক করে দিয়ে অল্প সময়ে নিজেকে বদলে ফেলতে পারে সাকিব। আমি ওর ব্যাটিং যতদিন ধরে দেখছি, তাতে মনে হয়েছে, এ মুহূর্তে সেটির চূড়ায় রয়েছে। ও যে নির্দিষ্ট কিছু শট খেলছে, সেটি নয়। মাঠের পুরোটা অংশে শট খেলছে ও নিচে খেলছে। ওর শরীরী ভাষা দেখে একটা শান্তি পাওয়া যায়।’

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা স্মরণ করে নাজমুল আবেদীন বলেন, ‘সাকিব কত সহজে ব্যাটিং করেছে, সেটা ভাবাই যায় না। ও যতক্ষণ উইকেটে থাকে, ততক্ষণ রানও থাকে। কোথায় গেলে ভালো করা যায়, কীভাবে ভালো করা যায়- এগুলো সাকিব সবসময় খুঁজতে থাকে। চাপমুক্ত থেকে খেলার চেষ্টা করা এবং খেলার জন্য প্রাণশক্তি সংরক্ষণ করে রাখা দারুণ ব্যাপার। এই কাজগুলোই সাকিব খুব সহজে করে যাচ্ছে।’

বিভিন্ন সময়ে সাকিবকে নিয়ে সমালোচনার বিষয়ে নাজমুল আবেদীন বলেন, ১৫ বছর ধরে খেলে আসছে সাকিব। খেলাটা ওর মুখস্থ। কখন কী করতে হবে, সেটি ও ভালো করে জানে। আমরা অনেক সময় মনে করি, ও বোধহয় এই-সেই করে বেড়াচ্ছে। কিন্তু ওর ফর্ম দেখে একজন ব্যতিক্রমী ক্রিকেটার মনে হয়েছে। পাশাপাশি ওর মানসিকতাও প্রশংসনীয়।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ৮ ইনিংসে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৬০৬ রান করেন সাকিব। যেখানে গড় ছিল ৮৬.৫৭। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান ওয়ানডে বিশ্বকাপের এক আসরে চারশ রানও করতে পারেননি। সেখানে সাকিবের এমন পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছিল বিশ্বক্রিকেটে। মুখ উজ্জ্বল হয়েছিল বাংলাদেশের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close