ক্রীড়া ডেস্ক

  ০৮ ডিসেম্বর, ২০২২

ঐতিহাসিক জয়ে ফিলিস্তিনকে স্মরণ করল মরক্কো

দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনের প্রতি আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল। ইহুদি অধ্যুষিত দেশটির অমানবিকতার শিকার হয়ে প্রায়ই প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনের সাধারণ মানুষ। সে সঙ্গে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। এর বিপক্ষে প্রায়ই প্রতিবাদ জানাতে দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশকে। এর মধ্যে মরক্কো অন্যতম।

নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে পা রেখেছে মরক্কো। আফ্রিকার চতুর্থ দেশ হিসেবে এমন কীর্তি গড়ল আসরাফ হাকিমিরা। নিজেদের ফুটবলের এমন ঐতিহাসিক দিনে ফিলিস্তিনের প্রতি শ্রদ্ধা জানাতে ভুলেনি মরক্কোর ফুটবল দলের সদস্যরা। চলমান কাতার ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে গতকাল স্পেনকে টাইব্রেকারে ৩-০ গোলে পরাজিত করে শেষ আটে পা রেখেছে মরক্কো। এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র ছিল। অতিরিক্ত ৩০ মিনিটেও জালের দেখা পায়নি কোনো দল। ভাগ্য নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। যেখানে কপাল পুড়েছে লুইস এনরিকের দল স্পেনের।

টাইব্রেকারে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচের পুরো আলোটা নিজের দিকে টেনে নেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। স্পেনের তিনটি শট ঠেকিয়ে দেন স্প্যানিশ লা লিগার ক্লাব সেভিয়াতে খেলা ৩১ বছর বয়সি ফুটবলার। স্পেনের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর অনুমিতভাবেই উল্লাসে ফেটে পড়ে মরক্কোর খেলোয়াড়রা।

ফিলিস্তিনের পতাকা হাতে উদযাপন করেছে মরক্কো। এর আগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কানাডাকে পরাজিত করে মরক্কো। সে ম্যাচের পরও ফিলিস্তিনের পতাকা হাতে উদযাপন করেছে দলটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close