ক্রীড়া ডেস্ক

  ৩০ নভেম্বর, ২০২২

জার্মানির পরাজয়ে আনন্দ করায় ব্রাজিল সমর্থককে গুলি

বাংলাদেশে যেমন আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক, লেবাননে ব্রাজিল এবং জার্মানির সমর্থকদের মধ্যে ঠিক একই রকম শত্রুতা রয়েছে। এবারের বিশ্বকাপে জাপানের বিরুদ্ধে জার্মানির পরাজয়ে আনন্দ করায় লেবাননে একজন ব্রাজিল সমর্থককে গুলি করা হয়েছে। লেবাননের নিউজ ওয়েবসাইট বৈরুত ডটকমে এই খবর প্রকাশিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল ইউরোপের শক্তিশালী দল জার্মানি। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকলেও ম্যাচ শেষে ২-১ গোলে জাপানের কাছে পরাজিত হয় জার্মান দল। এই হতাশাজনক পরাজয়ের পর উত্তর লেবাননে জার্মান ফুটবল দলের একজন সমর্থক ব্রাজিলের সমর্থককে গুলি করেছে। লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলি থেকে পাঁচ কিলোমিটার উত্তরে অবস্থিত বেদাউইতে এ ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে একটি ক্যাফের সামনে ফুটপাতে দুজন ব্যক্তিকে একে অপরের মুখোমুখি হতে দেখা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close