ক্রীড়া প্রতিবেদক

  ০৭ অক্টোবর, ২০২২

ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিক

মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

আগে ব্যাট করে খুব বড় পুঁজি পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু দুর্দান্ত বোলিংয়ে ঠিকই বাংলাদেশকে পথ দেখালেন ফারিহা তৃষ্ণা। বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে তুলে নিলেন হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকে মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা।

থাইল্যান্ডকে উড়িয়ে টুর্নামেন্ট শুরুর পর পাকিস্তানের কাছে হেরে কেঁপে উঠেছিল বাংলাদেশ। এবার মালয়েশিয়াকে বিধ্বস্ত করে ফের নিজেদের চাঙা করল নিগার সুলতানা জ্যোতির দল। গতাকল বাংলাদেশ জিতেছে ৮৮ রানের বড় ব্যবধানে।

গতকাল আগে ব্যাটিং বেছে মুরশিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে ১২৯ করেছিল বাংলাদেশ। ম্যাচের কোনো পর্যায়েই লড়াইয়ের পরিস্থিতি তৈরি করতে না পারা মালয়েশিয়া করতে পারে ৪১ রান। তাদের কোনো ব্যাটারই যেতে পারেননি দুই অঙ্কে।

১৩০ রানের লক্ষ্যে নেমে পঞ্চম ওভার পর্যন্ত উইকেটবিহীন কাটিয়ে দিয়েছিল মালয়েশিয়া। কিন্তু স্কোর বোর্ডে মোটে ছিল ১২ রান। ষষ্ঠ ওভারের মন্থর রানের চাকার পাশাপাশি শুরু হয় উইকেট পতনের মিছিল। বাঁহাতি পেসার তৃষ্ণার ভেতরে ঢোকানো তিনটি ডেলিভারি পরপর তিন বলে এনে দেয় উইকেট। অভিষেকেই হ্যাটট্রিকের কীর্তিতে উদ্ভাসিত হন তিনি।

ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে মালয়েশিয়ার অধিনায়ক উইনফ্রেড দুরাইসিঙ্গামকে বোল্ড করে উইকেট নেওয়া শুরু তৃষ্ণার। পরের বলে একইভাবে তিনি ছাঁটেন মাস ইলিয়াকে। মাস লাইন মিস করে হন এলবিডব্লিউ। হ্যাটট্রিক বলটাও একই জায়গায় রাখেন তৃষ্ণা। ব্যাটার মাহিরাহ ইসমাইলও খুঁজে পাননি বল। তার স্ট্যাম্প উড়ে যায়। হ্যাটট্রিকের আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি।

লেগ স্পিনার ফাহিমা বল করতে এসেই বোল্ড করে দেন ইলিয়াস হান্টারকে। হামিজা হাশিমও কাটা পড়েন তার বলে।

বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা তুলে নেন আইনা নেজওয়াজের উইকেট। নূর আরিয়ানা ও নূর জাকারিয়াকে ফেরান আরেক লেগ স্পিনার রুমানা। মেঘলা ও সালমা মুড়ে দেন ইনিংস। এর আগে টস জিতে ব্যাট করতে গিয়ে প্রথম বলেই শামীমা সুলতানাকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তিনে নেমে ফারজানা হক পিংকি ছিলেন আড়ষ্ট। ৮ ওভার পর্যন্ত রানের চাকা ছিল শ্লথ। এরপর খেলা ঘুরিয়ে দেন নিগার ও মুরশিদা। চতুর্থ উইকেটে ৬৩ বলে ৮৭ রানের জুটি গড়েন নিগার ও মুরশিদা। যাতে ৩৪ বলে ৫৩ করে অবদান নিগারের। বাংলাদেশ অধিনায়ক তার ইনিংসে মেরেছেন ৬ চার ও ১ ছক্কা। শেষ দিকে রান আউট হওয়া বাঁহাতি মুরশিদা ৬ চারে করেন ৫৪।

দিনের আরেক ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিল ক্রিকেটে নবীন দেশ থাইল্যান্ড। শেষ ওভারে উত্তেজনায় ভরা ম্যাচ জিতে নিয়েছে থাই মেয়েরা। ম্যাচে তারা জিতেছে চার উইকেটে।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান নারী দল। পাঁচ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছিলেন সিদরা আমিনরা।

সিদরা আমীন পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন। অন্যরা ছিলেন আসা-যাওয়ায়। কেউই খুব একটা ভালো করতে পারেননি।

গতকাল পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে জয়ের জন্য থাইল্যান্ডের প্রয়োজন ছিল ১০ রান। ১ বল বাকি থাকতেই টার্গেট পূরণ করে ফেলে থাই ক্রিকেটাররা। দলটির পক্ষে সর্বোচ্চ রান নথকান চনথামের। তিনি ৬১ রান করেন।

আজ হরমনপ্রীত কৌরের ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান নারী দল। তার আগে থাইল্যান্ডের মতো দুর্বল দলের কাছে হার, পাকিস্তানের কাছে বড় ধাক্কা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close