ক্রীড়া প্রতিবেদক

  ০৪ অক্টোবর, ২০২২

চেনা মাঠে অচেনা বাংলাদেশ

প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ ধরে রাখার মিশনটা শুরু করেছিল বাংলাদেশ নারী দল। তবে ছন্দটা দ্বিতীয় ম্যাচেই কেটে গেল স্বাগতিকদের। পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল।

সোমবার (৩ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে সোমবার ২০ ওভারে বাংলাদেশ তুলতে পারে ৮ উইকেটে স্রেফ ৭০ রান। পাকিস্তান জিতে যায় ৪৬ বল বাকি রেখেই। পাকিস্তানের সঙ্গে ১৬ টি-টোয়েন্টি খেলে ১৫টিতেই হারল বাংলাদেশ। একমাত্র জয়টি চার বছর আগে এশিয়া কাপে কুয়ালালামপুরে।

স্পিন দিয়ে পাকিস্তানকে ঘায়েল করার পরিকল্পনা করেছিল বাংলাদেশ নারী দল। সিলেটে সেই পরিকল্পনা ব্যর্থতায় রূপ নিয়েছে। অবশ্য সোমবার এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে হারের হতাশায় ডুবিয়েছে বাজে ব্যাটিং। পাকিস্তানের বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের ব্যাটাররা।

অভিজ্ঞ পেসার জাহানারা আলমকে একাদশেই রাখা হয়নি। স্পিন নির্ভর বোলিং আক্রমণ কাজে আসেনি বাংলাদেশের। অবশ্য বোলাররা তাদের কারুকাজ দেখানোর সুযোগই পাননি। কারণ আগে ব্যাটিং করতে নেমে ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কার্যত রুমানা-নিগারদের বাজে ব্যাটিংই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।

স্কোরবোর্ডে পুঁজি বড় হয়নি। বোলাররাও এই পুঁজিতে পাকিস্তানকে আটকাতে পারেনি। সোমবার পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টিতে টানা ছয় ম্যাচ পর হারের মুখ দেখল টাইগ্রেসরা।

বাংলাদেশের ইনিংসের সময় বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। পরে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৭১ রান। এই রান পাড়ি দিতে সময় নেয়নি পাকিস্তানিরা। ১২.২ ওভারে ১ উইকেটে ৭২ রান তুলে জয় নিশ্চিত করে তারা। সিদরা আমিন অপরাজিত ৩৬, মুনিবা আলী ১৪ ও অধিনায়ক বিসমাহ মারুফ অপরাজিত ১২ রান করেন। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেট নেন সালমা খাতুন।

এর আগে টসে হেরে ব্যাট করা বাংলাদেশ ৮ উইকেটে ৭০ রানের পুঁজি গড়েছিল। ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ নারী দল। ৩ রানে হারিয়ে বসে ৩ উইকেট। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি।

সালমা খাতুন সর্বোচ্চ অপরাজিত ২৪ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা ১৭, লতা মন্ডল ১২ রান করেন। পাকিস্তানের দিয়ানা বেগ, নিদা দার ২টি করে, সাঈদা ইকবাল ও ওমাইমা সোহেল ১টি করে উইকেট নেন।

বাংলাদেশের পরের ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে আগামী বৃহস্পতিবার।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভার ৭০/৮ (শামিমা ১, ফারজানা ১, নিগার ১৭, রুমানা ১, লতা ১২, সালমা ২৪*, সোবহানা ২, রিতু ৪, নাহিদা ৪, সোহেলি ৩*; ডায়না ১১/২, সাদিয়া ১০/১, নাশরা ১৩/০, তুবা ১৩/০, নিদা ১৯/২, ওমাইমা ৪/১)।

পাকিস্তান : ১২.২ ওভার ৭২/১ (মুনিবা ১৪, সিদরা ৩৬*, বিসমাহ ১২*; সালমা ২৭/১, মেঘলা ১২/০, নাহিদা ১১/০, রিতু ৬/০, রুমানা ৭/০, লতা ৭/০)

ফল : পাকিস্তান ৯ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : সিদরা আমিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close