ক্রীড়া প্রতিবেদক

  ০৩ অক্টোবর, ২০২২

এশিয়া কাপে মা ও মেয়ে

সিলেটে চলমান নারী এশিয়া কাপ এরই মধ্যে ইতিহাস গড়েছে। টুর্নামেন্টে কোনো পুরুষ অফিশিয়াল নেই। আম্পায়ার, ম্যাচ রেফারি সবাই নারী।

নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের মা ও মেয়ে। এশিয়া কাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের সলিমা ইমতিয়াজ। পরশু ভারত-শ্রীলঙ্কা ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। পাকিস্তান দলের হয়ে টুর্নামেন্ট খেলতে এসেছেন তারই মেয়ে কাইনাত ইমতিয়াজ।

আন্তর্জাতিক ক্রিকেটে মায়ের আম্পায়ারিং করা নিয়ে দারুণ উচ্ছ্বসিত কাইনাত। পাকিস্তানের হয়ে ১৫ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার টুইটারে লিখেছেন, ‘আমার মা আম্পায়ার হিসেবে এবারের এশিয়া কাপ পরিচালনা করছেন। মায়ের এই অর্জনে আমি কতটা গর্বিত তা বলে বোঝানো সম্ভব না। আম্পায়ার হিসেবে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখে আসছেন তিনি। তার স্বপ্ন পূরণ হলো আজ। আমি ভীষণ রোমাঞ্চিত।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close