ক্রীড়া ডেস্ক

  ৩০ সেপ্টেম্বর, ২০২২

হারতে ভুলেই গেছে আর্জেন্টিনা

বিশ্বকাপ একেবারে দ্বারপ্রান্তে কড়া নাড়ছে। ঠিক এই সময় হারতে ভুলে গেছে কোটি কোটি মানুষের প্রিয় দল আর্জেন্টিনা! সবশেষ ২০১৯ সালে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল আলবিসেলেস্তেরা। এরপর থেকে এ পর্যন্ত আর হারের মুখ দেখতে হয়নি মেসিবাহিনীকে। বলা যায়, মেসির নেতৃত্বে উড়ছে আর্জেন্টিনা। সবশেষ জ্যামাইকার বিরুদ্ধে ৩-০ গোলে জিতে টানা ৩৫টি ম্যাচে অপরাজিত সাদা-আকাশি জার্সিধারীরা। তবে রেকর্ড করতে হলে আরো তিনটি ম্যাচে পরাজয়ের কাছে যাওয়া যাবে না। এর আগে ইতালি টানা ৩৭টি ম্যাচে অপরাজিত ছিল। তাই তিনটি ম্যাচ জিততে পারলে রেকর্ডটি নিজেদের করে নিতে পারবে আর্জেন্টিনা। এদিকে আগামী নভেম্বরেই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। সেই পর্ব শুরুর আগে ১৬ নভেম্বর আর্জেন্টিনা খেলবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। ভক্তদের ধারণা সে ম্যাচে সহজেই জিতবে মেসির দল। বিশ্বকাপে জয়ের এই মোমেন্টামটা বজায় থাকলে এমনিতেই কিছুটা এগিয়ে থাকবে আর্জেন্টিনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close