ক্রীড়া ডেস্ক

  ২৯ সেপ্টেম্বর, ২০২২

স্ক্যালোনিকে রেখে দিল আর্জেন্টিনা

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল স্ক্যালোনির সফলতার গল্প নিয়ে নতুন করে বলার কিছু নেই। লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের দায়িত্ব নিয়ে একাধিক শিরোপা জিতেছেন এই কোচ। তাই নিজেদের হটসিটে থাকা স্ক্যালোনির সাথে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে লা আলবিসেলেস্তেরা।

২০১৮ সালে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেন স্ক্যালোনি। তার অধীনে গত বছর ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জেতে আকাশী নীল জার্সিধারীরা। এর মাধ্যমে ২৮ বছরের শিরোপা খরা কাটায় উত্তর আমেরিকার শীর্ষ দলটি।

স্ক্যালোনির হাত ধরে গত জুনে দ্বিতীয় সাফল্য পায় আর্জেন্টিনা। ইতালিকে উড়িয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই ফাইনালিসিমার শিরোপা জেতে লিওনেল মেসি অ্যান্ড কোং। এছাড়া টানা অপরাজিত থাকার হিসেবে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। ২০১৯ সালের পর কোনো ম্যাচ হারেনি দলটি।

এতসব সাফল্যের কারণে স্ক্যালোনির সাথে চুক্তির মেয়াদ বাড়াবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), সেটা অনুমিতই ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close