ক্রীড়া প্রতিবেদক

  ২৮ সেপ্টেম্বর, ২০২২

সুইডিস ক্লাবে ডাক পেলেন সাফ-জয়ী আঁখি

সবশেষ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত টুর্নামেন্টে দলের সর্বোচ্চ সফলতার মতো ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন মোছা. আঁখি খাতুন। এবার হাতেনাতে এর ফলও পেলেন সিরাজগঞ্জের শাহজাদপুরে জন্ম নেওয়া এই সেন্টার ব্যাক।

১৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের মুকুট পরেছে বাংলাদেশ। টুর্নামেন্টজুড়ে ওই একটা গোলই হজম করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এর পেছনে গোলরক্ষক রুপনা চাকমার পাশাপাশি বড় অবদান রেখেছেন আঁখি। টুর্নামেন্টজুড়ে রক্ষণভাগ আগলে রেখেছিলেন বসুন্ধরা কিংসের হয়ে খেলা ১৯ বছর বয়সি ফুটবলার। তার দারুণ দক্ষতার কারণে বাংলাদেশের অর্ধে এসে রাজত্ব করতে পারেনি প্রতিপক্ষের ফরোয়ার্ডরা।

জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে করে সুইডেনের একটি ক্লাবে ডাক পেয়েছেন আঁখি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফের একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে আঁখিকে রক্ষণ নয়, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলাতে চায় ক্লাবটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close