ক্রীড়া ডেস্ক

  ২৪ সেপ্টেম্বর, ২০২২

সিপিএলে টানা দ্বিতীয় গোল্ডেন ডাক সাকিবের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ব্যাট হাতে পরপর দুই ম্যাচে গোল্ডেন ডাক তথা প্রথম বলেই আউট হয়েছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। তবে জয় পেয়েছে তার দল গায়ানা আমাজন ওয়ারিয়ার।

গত পরশু ২১ সেপ্টেম্বর এবারের সিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব। বল হাতে ১ উইকেট পেলেও চার নম্বরে ব্যাট করতে নেমে আউট হয়েছেন প্রথম বলেই। কাল দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেও আউট হয়েছেন প্রথম বলে। অবশ্য বোলিং পরিসংখ্যান আগের ম্যাচের চেয়ে ভালো। ৩৩ রানে নিয়েছেন ২ উইকেট।

নিজেদের ঘরের মাঠ প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করতে নেমেছিল গায়ানা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সেন্ট লুসিয়া। ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন রহমতউল্লাহ গুরবাজ ও চন্দরপল হেমরাজ।

দুই ওপেনার মিলে ৭ ওভারে তোলেন ৮১ রান। হেমরাজ ২০ বলে করেন ২৯ রান আর গুরবাজ ২৬ বলে ৭টি চার ২টি ছয়ে করেন ৫২ রান। তিনে নেমে ৩০ বলে ২টি চার ৫টি ছয়ে ৫৯ রান করে শেই হোপ অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। শেষ দিকে ২৮ বলে ৩৬ রান করে দলের জয় নিশ্চিত করেছেন অধিনায়ক শিমরন হেটমায়ার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close