জাবি প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০২২

জাবির স্বর্ণপদক জয়ী বাস্কেটবল দলকে ব্লেজার প্রদান

প্রথম বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল খেলোয়াড় ও কর্মকর্তাদের ব্লেজার দেওয়া হয়েছে। গতকাল বেলা আড়াইটায় উপাচার্য অফিসের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের এ ব্লেজার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বিজয়ী দলের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বাস্কেটল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বৃদ্ধি পেয়েছে।

শারীরিক শিক্ষা অফিসের উপপরিচালক মো. আজমল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদেরর মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল্লাহ হেল কাফী, চ্যাম্পিয়ন দলের ম্যানেজার অধ্যাপক ড. সোহেল রানা, বর্তমান দলের ম্যানেজার অধ্যাপক ড. শরিফুল হুদা, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন প্রমুখ বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close