ক্রীড়া ডেস্ক

  ১৩ আগস্ট, ২০২২

‘বিশ্বকাপে অনিশ্চিত মালিক’

টেস্ট ও ওয়ানডের পাট চুকালেও শোয়েব মালিক এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেননি। বয়স ৪০ পেরিয়ে গেলেও এই সংস্করণে এখনো দারুণ কার্যকর তিনি। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্নও হয়তো দেখছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে বাস্তবতা হচ্ছে, এখন আর পাকিস্তান দলের পরিকল্পনার অংশ নন সাবেক এই অধিনায়ক। আসছে এশিয়া কাপের জন্য ঘোষিত পাকিস্তান দলে সুযোগ হয়নি মালিকের। অধিনায়ক বাবর আজম এবার একরকম নিশ্চিত করেই দিলেন, বিশ্বকাপের দলেও অভিজ্ঞ এই ক্রিকেটারের আর ফেরার সুযোগ নেই। বরং প্রতিভা বিকাশে তরুণদের আরো বেশি সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট।

১২৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা মালিক সবশেষ ম্যাচটি খেলেছেন গত বছর নভেম্বরে ঢাকায়, বাংলাদেশের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ শেষ করেই ঢাকায় এসেছিল পাকিস্তান।

আমিরাতের ওই বিশ্বকাপ দলেও প্রথমে সুযোগ হয়নি মালিকের। পরে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ডাক পান তিনি। সুযোগটা কাজেও লাগান দারুণ পারফরম্যান্সে।

নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে জয়ে শেষ দিকে ব্যাট হাতে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close