ক্রীড়া ডেস্ক

  ১৩ আগস্ট, ২০২২

আফগানিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের সহজ জয়

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ডাবল লিড নিল আয়ারল্যান্ড। পরশু রাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতে ছিল আইরিশরা। ফলে সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে আয়ারল্যান্ড। বেলফাস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে আফগানিস্তান। ব্যাট হাতে আফগান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও উসমান ঘানি ১ রান করে সাজঘরে ফিরেন। মিডল-অর্ডার ব্যাটাররাও সুবিধা করতে পারেননি। ৬৯ রানেই ৫ উইকেট হারায় আফগানরা। এতে দ্রুত গুটিয়ে যাওয়ায় শঙ্কায় পড়ে আফগানিস্তান। তবে তিন নম্বরে নামা হাসমতুল্লাহ শাহিদির ৪২ বলে ৩৬, আজতুল্লাহ ওমারজাইর ১১, রশিদ খানের ৯ ও নাবিন উল হকের অপরাজিত ১০ রানের সুবাদে আফগানিস্তান ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান করে।

১২৩ রানের সহজ টার্গেট স্পর্শ করতে শুরুতে উইকেট হারালেও অধিনায়ক এন্ডি বলব্রিনি ও লরকান টাকার দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়ে আয়ারল্যান্ডকে জয়ের পথ দেখাতে থাকেন। তবে ইনিংসের মাঝে বলব্রিনি, টাকারসহ ৪ উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি আয়ারল্যান্ডের। ১ ওভার বাকি রেখেই জয়ের স্বাদ নেয় আইরিশরা।

বলব্রিনি ৩৬ বলে ৪৬, টাকার ২৭ ও ১৯ বলে ২৫ রানের অনবদ্য ইনিংস খেলে আয়ারল্যান্ডের জয় নিশ্চিত করেন জিওর্জি ডকরেল। ১৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আইরিশ পেসার জশ লিটল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close