ক্রীড় ডেস্ক

  ১৩ আগস্ট, ২০২২

এক দিন এগোল বিশ্বকাপের সূচি

আর্জেন্টাইন সংবাদমাধ্যম দিয়ারিও ওলের সংবাদের বরাতে গুঞ্জনটা দুদিন আগেই ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হলো। এক দিন এগিয়ে আনা হলো কাতার বিশ্বকাপের সূচি। মূলত ইকুয়েডরের সঙ্গে আয়োজক দেশ কাতারের মধ্যকারের ম্যাচটি আগিয়ে আনা হয়েছে একদিন।

আগের সূচি অনুযায়ী, ২১ নভেম্বর কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সূচিতে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। এক সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সং¯’া ফিফা।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

পুরোনো সূচিতে বিশ্বকাপ আয়োজিত হলে প্রথম ম্যাচটি হতো নেদারল্যান্ডস ও সেনেগালের মধ্যে। দিনের তৃতীয় ম্যাচটি খেলতে হতো কাতারকে। এত টাকা খরচ করে প্রথম ম্যাচটি খেলতে না পারায় হতাশ ছিল কাতার। যে কারণে এগিয়ে আনা হলো কাতারের ম্যাচটি। প্রথম দিনে ওই একটি ম্যাচই অনুষ্ঠিত হবে। ফুটবলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সম্মতি নিয়েই একদিন বিশ্বকাপ এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ফিফা। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘ফিফা বিশ্বকাপের উদ্বোধনী দিনে আয়োজক দেশ কিংবা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খেলানোর যে ঐতিহ্য, এই পরিবর্তনের মধ্য দিয়ে তা বজায় রইল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close