ক্রীড়া ডেস্ক

  ১২ আগস্ট, ২০২২

‘বেনজেমাই এখন বিশ্বের সেরা খেলোয়াড়’

ধীরে ধীরে রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা হয়ে উঠেছেন করিম বেনজেমা। সান্তিয়াগো বার্নাব্যুতে এখন তারই রাজত্ব চলছে। গেল মৌসুম যেমন দুর্দান্ত কেটেছে তার, এই মৌসুমের শুরুটাও তেমন করলেন। সবমিলে বেনজেমাকে নিয়ে দারুণ খুশি দলের কোচ কার্লো আনচেলত্তি। কোচের চোখে, এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় হলেন এই ফরাসি স্ট্রাইকার।

পরশু বুধবার ফিনল্যান্ডের হেলসিংকিতে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। দলের জয়ের ম্যাচে জালের দেখা পান বেনজেমা।

ম্যাচ শেষে ঘুরে ফিরে কোচের মুখে শোনা গেল বেনজেমার বন্দনা। আনচেলত্তি বলেছেন, ‘আমি মনে করি, হ্যাঁ, সেই(সেরা ফুটবলার) সেরা। সে এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে কার্যকরী।’

এরপর যুক্তি দেখিয়ে রিয়াল মাদ্রিদ কোচ বলেছেন, ‘করিম চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল, এমনকি ফাইনালে গোল না করার পরও। কারণ, মাঠে তার (অলরাউন্ড) পারফরম্যান্স এবং ম্যানচেস্টার সিটি, চেলসি ও পিএসজির বিপক্ষ তার গোলগুলো আমাদের ফাইনালে নিয়ে গিয়েছিল। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো সংশয় নেই, এই মুহূর্তে সে বিশ্বের সেরা খেলোয়াড়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close