ক্রীড়া প্রতিবেদক

  ১১ আগস্ট, ২০২২

উইন্ডিজ যাচ্ছেন সৌম্য-সাব্বির-রাকিবুল

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন সৌম্য সরকার, সাব্বির রহমান ও রাকিবুল হাসান। আজ রাত পৌনে ৮টায় তাদের ফ্লাইট। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগামী ১৬, ১৮ ও ২০ আগস্ট ক্যারিবীয় ‘এ’ দলের বিপক্ষে হবে ম্যাচগুলো।

উইন্ডিজ সফরে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল প্রথম চার দিনের ম্যাচ ড্র করেছে বৃষ্টির সহায়তায়। গতকাল রাতে শুরু হয়েছে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ।

লাল বলের ম্যাচ শেষে দেশে ফিরে আসবেন সাদমান ইসলাম, তানভীর ইসলাম, ফজলে মাহমুদ রাব্বি। ওয়ানডে দলে যোগ দেবেন সৌম্য-সাব্বির-রাকিবুল। তিন ক্রিকেটারের মধ্যে সৌম্য ও সাব্বির জাতীয় দলে ফেরার অপেক্ষা রয়েছেন। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে তাদের ফেরার সম্ভাবনাও জেগেছে। নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে পড়ায় নির্বাচকদের ভাবনায় আছেন তারা।

পরশু মিরপুরে অনুশীলনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাব্বির। তিন বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার বলেন, ‘টেকনিক্যালি ভালোই ছিলাম, হয়তো ফর্মটা খারাপ ছিল। ফর্ম কীভাবে ফেরানো যায়, কীভাবে শক্তভাবে কামব্যাক করা যায়; সেজন্য চেষ্টা করেছি এবং সবশেষ প্রিমিয়ার লিগে সেটির প্রয়োগ করেছি। সবকিছু মিলিয়েই ভালো গেছে যেহেতু, আশা করি ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলবে পারব।’

ওয়ানডে দল (বাংলাদেশ ‘এ’) : সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close