ক্রীড়া প্রতিবেদক

  ১১ আগস্ট, ২০২২

বসুন্ধরা কিংস ছাড়ছেন কিংসলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইতিহাস গড়ে হ্যাটট্রিক শিরোপা জয় করেছে বসুন্ধরা কিংস। সেই ইতিহাসের অংশ হয়েছেন নাইজেরিয়ান বংশোদ্ভেূত বাংলাদেশি ফুটবলার এলিটা কিংসলে। তবে আগামী মৌসুমে আর বসুন্ধরার সঙ্গে থাকছেন না বলে নিশ্চিত করেছেন তিনি।

এক মৌসুম বসুন্ধরা কিংসে খেলার পর আগামী মৌসুম আবাহনীতে যোগ দিতে চলেছেন বলে জানিয়েছেন কিংসলে। এবারের মৌসুমে কিংসের হয়ে ২১ ম্যাচে মাঠে নেমেছেন কিংসলে। করেছেন ৯ গোল। লিগে বাংলাদেশি ফুটবলারদের তালিকায় তার গোলই সবচেয়ে বেশি।

দলবদলের গুঞ্জনে বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল কিংস ছেড়ে আবাহনীতে যোগ দিচ্ছেন কিংসলে। প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর সেই গুঞ্জনের পালে হাওয়া লাগে। এ বিষয়ে জানতে কিংসলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এবারের মৌসুমে তারকায় ঠাসা বসুন্ধরা কিংসের নিয়মিত একাদশে তেমনভাবে সুযোগ পাননি কিংসলে। নেমেছেন সুপার সাব হিসেবে। যখনই সুযোগ পেয়েছেন চেষ্টা করেছেন তা কাজে লাগানোর জন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close