ক্রীড়া ডেস্ক

  ০৬ আগস্ট, ২০২২

মেসির বার্সা ছাড়ার এক বছর

একটি টিস্যু পেপারে চুক্তির মাধ্যমে ক্যাম্প ন্যুতে পাড়ি দিয়েছিলেন লিওনেল মেসি। তার পরের ইতিহাস সবার জানা। তার হাত ধরে একের পর এক শিরোপা ঘরে তুলেছে কাতালুলিয়ানরা। কিন্ত ক্লাবের সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের ভুলে ঋণে জর্জরিত ক্লাবটি এক সময় নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারকে ক্যাম্প ন্যু থেকে বিদায় জানাতে বাধ্য হয়। গত বছর ৫ আগস্ট কান্না ভেজা চোখ টিস্যু পেপারে মুছে বার্সার সঙ্গে ২১ বছর সম্পর্কের বিচ্ছেদ ঘটাতে হয় মেসিকে।

২০২১ সালের গতকাল (৫ আগস্ট) ক্যাম্প ন্যুয়ে সংবাদ সম্মেলনে বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি। শত গুঞ্জনের পরেও সমর্থকরা শেষ পর্যন্ত আশায় ছিলেন, ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হচ্চেন আর্জেন্টাইন তারকা। কিš‘ সবাইকে চমকে দিয়ে মেসি হাজির হয়েছেন বিদায় জানানোর জন্য। করোনার কারণে সেদিন সমর্থকদের সামনে উপস্থিত হয়ে বিদায় জানানো হয়নি মেসির। ক্লাবের সঙ্গে ২১ বসন্ত ধরে চলা প্রেমের বিচ্ছেদের খবর জানাতে হলো চার দেয়ালের মধ্যে।

বিদায় বেলায় মেসি কান্নাজড়িত কণ্ঠে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্ত। যখন তারা আমাকে বলেছে চুক্তি নবায়ন সম্ভব নয়, তখন আমি বরফ হয়ে গিয়েছিলাম। আমি খুবই দুঃখ পেয়েছি, এমনটি আমি আশা করিনি।’

তিনি যোগ করেন, ‘আমি থাকার চেষ্টা করেছি, ক্লাব ও ক্লাবের প্রেসিডেন্টও চেষ্টা করেছে, আমরা সব করেছি, কিন্তু লা লিগার একটি নিয়মের কারণে আমরা আর এগোতে পারিনি। আমি গত বছর থাকতে চাইনি সেটা বলেছি, এবার থাকতে চেয়েছি সেটাও বলেছি।’

মূলত লা লিগার ‘ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে’ নিয়মের কারণে বার্সা ছাড়তে হয়েছিল মেসিকে। সাবেক সভাপতি বার্তোমেউয়ের ভুলে ঋণে জর্জরিত ক্লাবটি এ নিয়মের গ্যাড়াকলে পরে চুক্তি নবায়ন করতে পারেনি মেসির সঙ্গে। অথচ ক্লাবের পাশে থাকার জন্য এ তারকা নিজের বেতন অর্ধেক কমিয়ে আনার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।

সে সময় বার্সেলোনার ওয়েবসাইটে বিবৃতিতে বলা হয়, ‘মেসি দলে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করার পর ও নতুন চুক্তি সই নিয়ে দুই পক্ষ নিশ্চিত হওয়ার পরও লা লিগার প্লেয়ার্স রেজিস্ট্রেশন আইনের কারণে সেটা সম্ভব হচ্ছে না । এমন অবস্থায় মেসি ক্লাবের সঙ্গে আর থাকছে না। দুই পক্ষই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, মেসির ক্লাবে খেলার ইচ্ছা পূরণ করা সম্ভব হচ্ছে না ।’

মেসি তখন বলেছিলেন, ‘আমি কখনো ভাবিনি যে এভাবে বিদায় নিতে হবে। এখানকার সবাইকে মনে থাকবে আমার। যে ভালোবাসা এখানে আমি পেয়েছি তার সাথে কোনকিছুর তুলনা হয়না। বিদায়ের সময় আমার দর্শকদের পাইনি আমি এটা আমার জন্য কষ্টদায়ক, আমি পুরো ন্যু কাম্পে মানুষের কাছে থেকে বিদায় নিতে চেয়েছিলাম।’

ক্যাম্প ন্যু ছেড়ে ফ্রি ট্রান্সফার ফিতে ফরাসি ক্লাব পিএসজিতে পা রাখে মেসি। যেখানে গিয়ে তিনি বুনছেন নতুন স্বপ্ন। বার্সাকে ৪টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানো আর্জেন্টাইন তারকা এবার পিএসজিকে জেতাতে চান ইউরোপীয় ক্লাবের শ্রেষ্ঠ প্রতিযোগিতার শিরোপাটি।

এদিকে মেসিকে আবার ক্যাম্প ন্যুয়ে চায় বার্সার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা। গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন, মেসির বার্সা অধ্যায় এখনো শেষ হয়ে যায়নি। আর্জেন্টাইন মহাতারকাকে ক্যাম্প ন্যুয়ে ফিরিয়ে আনতে চান। লাপোর্তা বলেন, ‘মেসির কাছে নৈতিকভাবে ঋণী আমরা। আমি চাই, মেসির খেলোয়াড়ি জীবনটা শেষ হোক বার্সেলোনার জার্সি পরে, প্রতিটা স্টেডিয়ামে সরব প্রশংসা শুনে।’

পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২৩ সাল পর্যন্ত। এরপর হয়তো আবার নতুন করে জোড়া লাগবে বার্সা-মেসি সম্পর্কের। তাকে আরেকবার ক্যাম্প ন্যুয়ে দেখার স্বপ্নে বিভোর কাতালুলিয়ানরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close