ক্রীড়া প্রতিবেদক

  ০৪ আগস্ট, ২০২২

ফুটবল থেকে সরে দাঁড়াল সাইফ স্পোর্টিং ক্লাব

ফুটবলের সব কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রথম করপোরেট ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। নিজেদের এই সিদ্ধান্ত দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফেকে জানিয়ে দিয়েছে তারা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ক্লাবটির কর্ণধার তরফদার মোহাম্মদ রুহুল আমিন। বাফুফে ক্লাবটির সিদ্ধান্ত মেনে নিয়েছে।

দেশ-বিদেশের নামিদামি ফুটবলার এবং কোচদের দলে এনে চমক দিয়েই বাংলাদেশের ফুটবল অঙ্গনে পা রেখেছিল সাইফ স্পোর্টিং। কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও সামনের সারিতেই ছিল তারা। এরমধ্যে সাইফ স্পোর্টিং ক্লাব এবারের লিগে নিজেদের সেরা সাফল্য পেয়েছে। এবারই সর্বোচ্চ তৃতীয় স্থান অর্জন করেছে। প্রিমিয়ার লিগ ফুটবলের ২০২১-২২ মৌসুম শেষ হওয়ার এক দিন পরই গতকাল এমন ঘোষণা দিল সাইফ। আগামী মৌসুম থেকে তারা আর ফুটবল ক্লাব পরিচালনা করবে না বলে জানিয়েছে। সাইফের এমন সিদ্ধান্ত দেশের ফুটবলে বজ্রপাতের মতোই ঠেকছে। অবাক করেছে ফুটবলের পাশাপাশি পুরো ক্রীড়াঙ্গনকেই। শুধু প্রিমিয়ার লিগেরই নয়, ক্লাবটি তৃণমূল পর্যায়ে খেলোয়াড় বাছাই করে তাদের প্রশিক্ষণ দিয়েও ফুটবলার তৈরি করে আসছিল। দেশের ফুটবলার তৈরিতে অনন্য ভূমিকা রাখা ক্লাবটি আর ফুটবলে থাকছে না, এটা হতাশার। ক্লাবটির পরিচালনা প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, ‘আমরা বোর্ড অব ডিরেক্টররা জরুরি সভা করে ফুটবলে কর্মকান্ড পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছি। বিভিন্ন কারণে আমরা আর ঠিকমতো ফুটবলে ঠিকমতো সময় দিতে পারছি না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close