ক্রীড়া ডেস্ক

  ০৪ আগস্ট, ২০২২

সূর্যের তাপে পুড়ল ক্যারিবিয়ানরা

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে আসাধারণ এক জয় তুলে নিয়ে সিরিজে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু নিকোলাস পুরানের দলকে পেছনে ফেলে আরো একদফা এগিয়ে গেল রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। এবারের জয়টি এসেছে সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে।

পরশু রাতে সেন্ট কিটসে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে ভারত। ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান জড়ো করে স্বাগতিকরা। জবাব দিতে নেমে এক ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মা অ্যান্ড কোং। ঝড়ো ব্যাট করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সূর্যকুমার। আগামী ৬ আগস্ট চতুর্থ টি-টোয়েন্টিতে ফ্লোরিডায় মুখোমুখি হবে দুই দল।

ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ব্যক্তিগত ১১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান রোহিত। দলপতি ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন শ্রেয়াশ আয়ার এবং সূর্যকুমার। সফরকারীদের প্রথম উইকেটের পতন হয় ১০৫ রানে। ব্যক্তিগত ২৪ রানে আকিল হোসেনের শিকার হন আয়ার। অন্যপ্রান্তে ঝড় অব্যাহত রাখেন সূর্যকুমার।

জয়ের খুব কাছে গিয়ে সাজঘরে হাঁটেন এই ডানহাতি ব্যাটার। তার আগে ৪৪ বলে ৮ চার এবং ৪ ছয়ের সাহায্যে খেলেন ৭৬ রানের দৃষ্টিনন্দন ইনিংস। নামের প্রতি সুবিচার করতে পারেননি হার্দিক পান্ডিয়া। ৪ রানে আউট হন তারকা সিমিং অলরাউন্ডার। দীপক হুদাকে নিয়ে বাকি কাজটুকু সারেন রিষভ পান্ট। ৩৩ রানে অপরাজিত থাকেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। হুদার ব্যাট থেকে আসে ১০ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানই রানের দেখা পেয়েছেন। সবচেয়ে বেশি সফল ছিলেন কাইল মেয়ার্স। ভুবনেশ্বর কুমারের বলে পান্টের হাতে ক্যাচ দেওয়ার আগে ৭৩ রানের ইনিংস খেলেন এই ওপেনার। রোভম্যান পাওয়েল করেন ২৩ রান। এক রান কম করেন পুরান। সমান ২০ রান আসে ব্রান্ডন কিং এবং শেমরন হেটমায়ারের ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভার ১৬৪/৫ (কিং ২০, মেয়ার্স ৭৩, পুরান ২২, পাওয়েল ২৩, হেটমায়ার ২০, টমাস ০*, হোল্ডার ১*; হুডা ১-০-১-০, ভুবনেশ্বর ৩৫/২, আভেশ ৪৭/০, পান্ডিয়া ১৯/১, আর্শদিপ ৩৩/১, অশ্বিন ২৬/০)

ভারত : ১৯ ওভার ১৬৫/৩ (রোহিত ১১, আহত অবসর, সূর্যকুমার ৭৬, শ্রেয়াস ২৪, পান্ট ৩৩*, পান্ডিয়া ৪, হুডা ১০* ম্যাককয় ৩৪/০, জোসেফ ৩৯/০, ড্রেকস ৩৩/১, হোল্ডার ৩০/১, আকিল ২৮/১)

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close